BRAKING NEWS

এডিসি অধিবেশনে রিয়াং জনজাতিদের কাস্টমারি আইন বিল গৃহীত

নিজস্ব প্রতিনিধি, খুমুলুঙ, ২০ সেপ্ঢেম্বর৷৷  এডিসির অধিবেশনে রিয়াং (ব্রু) জনজাতিদের কাস্টমারী আইন বিল ২০১৮ বিস্তৃত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ উল্লেখ্য, এই বিল সভায় আলোচনার জন্য পেশ করেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, এডিসি এলাকার সব জনগোষ্ঠীদের সামাজিক রীতিনীতিকে সম্মান জানানো হয়৷ তিনি বলেন, প্রত্যেক জনগোষ্ঠীদের নিজস্ব ভাষা, কৃষ্টি, সংসৃকতি ও সামাজিক রীতিনীতি বিশ্বায়নের ফলে যাতে হারিয়ে না যায় সেই লক্ষ্যে রক্ষা করার জন্য জোর দেওয়া হচ্ছে৷ তিনি জানান রিয়াং (ব্রু) জনজাতিদের কাস্টমারি আইনে ১৩৮ টি ধারা ও ১৮টি অধ্যায় রয়েছে৷ তিনি বলেন, পরস্পর পরস্পরের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে এগিয়ে যেতে  হবে৷ তিনি বলেন, এই  বন্ধন হচ্ছে আমাদের রাজ্যের চিরাচরিত৷ ত্রিপুরা রাজ্য হচ্ছে রাজ আমল থেকে সর্বধমের মিল রয়েছে৷ এই মিলনকে আরও মজবুত করতে সকলের প্রতি তিনি আহ্বান রাখেন৷ তিনি জানান, সব জনগোষ্ঠীদের সম্মান জানিয়ে সব জনগোষ্ঠীদের মূর্তি খুমুলুঙ মিউজিয়ামে স্থাপন করা হয়৷ একে আরও উন্নয়ন করার লক্ষ্যে দ্রুত কাজ করা হচ্ছে৷ এতে ব্যয় ধরা রয়েছে ৩ কোটি৷ মুখ্যনির্বাহী সদস্য শ্রীদেববর্মা ভাষণ দানকালে আক্ষেপ প্রকাশ করে জানান, বিজেপি’র একমাত্র সদস্য     জয়কিশোর জমাতিয়া বিলটি পাশ করার সময় উপস্থিত ছিলেন না৷

এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সমবায় দপ্তরের নির্বাহী সদস্য ধীরেন্দ্র রিয়াং, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের নির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া, শিক্ষা দপ্তরের নির্বাহীস সদস্য রাজেন্দ্র রিয়াং, তথ্য, সংসৃকতি ও পর্যটন দপ্তরের নির্বাহী সদস্য পরীক্ষিত মুড়া সিং, সদস্যা মায়ারানী দেববর্মা, মধুমতী দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *