কদমতলায় গ্রামবাসীর হাতে ধৃত বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার ভোররাতে গ্রামবাসীদের হাতে আটক হয়েছে বাংলাদেশি এক নাগরিক৷ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে গিয়ে বিএসএফ এর তারা খেয়ে গ্রামে গা ঢাকা দেয় বাংলাদেশিটি৷ এখানে গ্রামবাসীদের হাতে ধডা পড়ে যায় সে৷ ঘঠনা উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তারকপুর গ্রামে ঘটেছে৷ ধৃত বাংলাদেশিকে বছর ৩৭ এর মহম্মদ ছানা মিয়া বলে পরিচয় পাওয়া গেছে৷ তার বাড়ি বাংলাদেশেড সিলেট জেলার মঙ্গলাবাজার থানা এলাকার বড়চক গ্রামে৷ ঘটনা বিবরণে জানা গেছে, সীমান্তবর্তী তারকপুর গ্রামে প্রতিরাতেই কোনও না কোনও বাড়িতে চোরের দল হানা দিয়ে গবাদি পশু নিয়ে পালিয়ে যায় বাংলাদেশে৷ গরু চোরের হাত থেকে রক্ষা পেতে সম্প্রতি গ্রামের মানুুষ পালা করে রাতে পাহারা দেন৷ গতকাল রাতেও গ্রাম প্রহরা দিচ্ছিলেন কয়েকজন৷ ইত্যবসরে গরু চোর ভেবে প্রহরীরা এক ব্যক্তিকে আটক করে বেধে রাখেন৷ গ্রামে মানুষের জেরায় সে তাকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে স্বীকার করে৷

আজ সকালে খবর পেয়ে কদমতলা থানার পুলিশ এসে ধৃত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে৷ পুলিশের জেরায় সে বলেছে, স্থানীয় এক দালাল জনৈক ইয়াসিন আলিকে আড়াই হাজার টাকা দিয়ে সে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল৷ ওই আড়াই হাজারের মধ্যে একটা অংশ বিএসএফকেও বখরা হিসেবে দিতে হয়েছে৷ বখরার ভাগিদার হিসেবে জড়িয়েছে বিএসএফের আইবি এইচআর বিষ্ণোইয়ের নাম৷

এদিকে তারকপুর সীমান্তে নিয়োজিত বিএসএফ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামে মানুুষজনও৷ তাঁরাও খোলাখুলি অভিযোগ তুলেছেন বিএসএফ অফিসার বিষ্ণোইয়ের বিরুদ্ধে৷ গ্রামের ক্ষুদ্ধ বাসিন্দারা বলেন, বিষ্ণোই এর আগে রাণিবাড়ি ক্যাম্পে ছিলেন৷ সেখানেও তার বিরুদ্ধে গরু চুরি ও পাচারকারীদের সঙ্গে দমরমের অভিযোগ উঠেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *