শারদোৎসবের প্রাক্কালে তিন লক্ষাধিক পরিবারকে রেগায় কাজ ঘোষণা উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ শারদ উৎসবের প্রাক্কালে রাজ্যে ৩ লক্ষ ২৬ হাজার ৪৭০টি পরিবারকে এম জি এন রেগায় ২ শ্রমদিবস করে কাজ দেওয়া হবে৷ এছাড়া, বিদ্যুৎ নিগমের অধীন বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে মারা গেলে বীমার হার এখন থেকে হবে ১০ লক্ষ টাকা৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

তিনি জানান, আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে চলতি ২০১৮-১৯ অর্থবছরে সারা রাজ্যে মোট ৩ লক্ষ ২৬ হাজার ৪৭০টি পরিবারকে এম জি এন রেগায় ২ শ্রমদিবস করে কাজ দেওয়া হবে৷ এতে মোট ব্যয় হবে ১১ কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার ৩৮০ টাকা৷ গত ২০১৭-১৮ অর্থ বছরের শারদ উৎসবের প্রাক্কালে ২ লক্ষ ২৬ হাজার ৭৬২টি পরিবারকে কাজ দেওয়া হয়েছিল৷ ব্যয় হয়েছিল ৮ কোটি ২ লক্ষ ৭৩ হাজার ৭৪৮ টাকা৷ উপ-মুখ্যমন্ত্রীর কথায়, এবছর এ প্রকল্পে গতবারের চাইতে প্রায় ১ লক্ষ বেশি পরিবার এই কাজ পাবেন৷ শতকরা বৃদ্ধির হার হবে ৪৪ শতাংশ৷ আগে এ প্রকল্পে এক গ্রামে ১০০ জন কাজ পেতেন, এখন এক গ্রামে ১৪০ জন কাজ পাবেন৷ এতে ৪২ শতাংশ গ্রামীণ পরিবার কাজ পাবেন৷

এদিন তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডে এতদিন বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে যে সকল কর্মী মারা যেতেন তাদের জন্য ৩ লক্ষ টাকার বীমার ব্যবস্থা ছিল৷ এখন থেকে এই সকল কর্মী বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে মারা গেলে তাদের বীমার হার হবে ১০ লক্ষ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *