BRAKING NEWS

গান্ধীগ্রামে জঙ্গলে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ, রেশমবাগানে বৃদ্ধের মৃত্যু রহস্যজনকভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ জঙ্গল থেকে উদ্ধার হয়েছে জনৈক যুবকের অস্বাভাবিক মৃতদেহ৷ মৃত যুবকের নাম প্রসেনজিৎ আচার্য৷ বয়স আঠারো৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মৃতদেহে বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশ্বকর্মী পূজার রাতে রাজধানীর শহরতলীতে এই যুবক খুন হয়েছেন৷ যুবকের নাম প্রসেনজিৎ আচার্য৷ তাঁর বাড়ি গান্ধীগ্রাম পশ্চিমপাড়ায়৷ মঙ্গলবার সকালে গান্ধীগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এক জঙ্গলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে একটি গাছে প্রসেনজিৎ আচার্যের মৃতদেহ ঝুলে থাকতে দেখে সাথে সাথে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ গিয়ে গাছ থেকে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য তা পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, যুবকের দেহ একটি রাবার বাগানের গাছে ঝুলিয়ে রাখা ছিল৷ পুলিশের ধারণা তাঁকে অন্য জায়গায় খুন করে রাবার বাগানে গাছের ডালে ঢুলিয়ে গেছে আততায়ীরা৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে, পুলিশ নিশ্চিত এটি একটি হত্যাকান্ড৷ আত্মহত্যা নয়৷

এদিকে, রহস্যজনক ভাবে জনৈক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সরকার৷ বয়স পঁচাত্তর৷ ঘটনাটি ঘটেছে রেশমবাগান এলাকায়৷ জানা গিয়েছে, রেশমবাগান এলাকায় একটি পুকুরে বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী খানিকটা ভয় পেয়ে যান৷ তারপর পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ জানা গিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে, এলাকবাসীর মতে ঘটনার পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য৷ মৃতের পরিবারও ঘটনা কীভাবে ঘটেছে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে৷ এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি নিছক দুর্ঘটনা এনিয়ে জনমনে প্রশ্ণ উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *