BRAKING NEWS

তিন তালাক এবার থেকে দণ্ডনীয় অপরাধ, অর্ডিন্যান্সে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): তিন তালাক এবার থেকে দণ্ডনীয় অপরাধ| অবশেষে অর্ডিন্যান্সে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা| কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, তিন তালাককে দণ্ডনীয় অপরাধ মেনে নিয়ে অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা| গত বছরের আগস্ট মাসে তিন তালাক পদ্ধতিতে মুসলমান দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট| সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভাতে তিন তালাক বিল পাশ হয়ে গেলেও, রাজ্যসভাতে এই বিল আটকে যায়| যথেষ্ট সংখ্যক সংখ্যা না থাকায় রাজ্যসভাতে এই বিল পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার| অবশেষে তিন তালাক অর্ডিন্যান্সে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা| এই অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করে দিলেই তিন তালাক দণ্ডণীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে|

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘তিন তালাক অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা|’ বিরোধী দলগুলি তিন তালাক বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়েছিল| বিলটিতে তিনটি সংশোধনী আনা হলেও, বিরোধীরা বিলটিকে সমর্থন করার ব্যাপারে উদ্যোগী হয়নি| রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ‘আমরা বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের সঙ্গে কথা বলেছিলাম| তিনি বলেছিলেন কথা বলে দেখবেন| কিন্তু, কোনও সাড়া পাওয়া যায়নি| তিন তালাক নিয়ে এত অভিযোগ এসেছে যে অপেক্ষা করা আর সম্ভব নয়|’ একই সঙ্গে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীরও নিন্দা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ| তাঁর কথায়, শুধুমাত্র ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য বর্বর-অমানবিক তিন তালাক বিল-এর বিষয়ে উদ্যোগী হননি তিনি, একজন মহিলা নেত্রী হওয়া সত্ত্বেও| অর্ডিন্যান্স অনুযায়ী, তিন তালাক যাঁকে দেওয়া হয়েছে তিনি বা রক্তের সম্পর্ক আছে এমন আত্মীয়রাই শুধুমাত্র এফআইআর করতে পারবেন| আর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সমঝোতা বা মামলা তুলে নেওয়ার সংস্থানও রাখা হয়েছে সংশোধিত বিলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *