BRAKING NEWS

আগরতলার এনআইটিতে ইসরোর সেন্টারের উদ্বোধন, পূর্বোত্তরের রাজ্যগুলির তথ্য প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়ন ইসরোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষা, শিল্প ক্ষেত্র, প্রযুক্তি ক্ষেত্র যখন সরকারের নীতির সাথে তাল মিলিয়ে কাজ করবে, তবেই যে কোনও রাজ্য উন্নতির পথে অগ্রসর হবে৷ ইসরো সেই দিশাতেই কাজ করছে৷ আজ ব্যাঙ্গালুরুতে এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা এনআইটিতে ইসরো দ্বারা স্থাপিত স্পেস টেকনোলজি ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে হীরা বানাতে চাইছেন৷ হীরা সেই অর্থে হাইওয়েজ, আইওয়েজ, রেলওয়েজ এবং এয়ারওয়েজ উন্নয়নের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিকে দেশেড অন্যান্য বড় রাজ্যগুলির সাথে জুড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী হীরা বানানোর পাশাপাশি অষ্টলক্ষ্মী হিসেবে উত্তর পূূর্বাঞ্চলের রাজ্যগুলিকে আখ্যায়িত করে এই অঞ্চলকে অথনৈতিক দিক দিয়েও সমৃদ্ধ করতে চাইছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক দিক দিয়ে ত্রিপুরা অন্যান্য বড় রাজ্য থেকে অনেক দূরে রয়েছে৷ কিন্তু দেশের প্রধানমন্ত্রীর উদ্যোগে বর্তমানে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে৷ রাজ্যে ব্রডগেজ চালু হওয়ার ফলে রাজধানী এক্সপ্রেস সহ হামসফর, ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস আগরতলা থেকে চালু হয়েছে৷ সম্প্রতি দেওঘর এক্সপ্রেসও চালু করা হয়েছে৷ এছাড়া ত্রিপুরায় গুয়াহাটির পর সবচেয়ে বেশি উড়ান চলাচল করে৷

বড় বড় রাজ্যগুলির তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়নের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির তথ্য প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে ইসরোকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী গরিব জনগণের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিবদের জন্য ঘরের ব্যবস্থা, উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ দেওয়া, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ পৌছানো, আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বীমার সুবিধা প্রদান করা ইত্যাদি এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে৷ এছাড়াও সমস্ত ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে  দেওয়া তার ১৫ আগস্টের ভাষণে বলেছেন যে, ভারতের মহাকাশযাত্রী ২০২২ সালের মধ্যে ভারতের পতাকা নিয়ে চাঁদে অবতরণ করবেন৷ ইসরোও সেই দিশাতেই কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নের জন্য শিল্পোদ্যোগীদের আরও উৎসাহ নিয়ে এগিয়ে আসার জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করেছে৷ এছাড়াও পিপিপি মডেল এর ব্যবস্থাও রাজ্যে চালু রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সাব্রুমে ফেণী নদীর উপর নির্মীয়মান সেতুটির কাজ ২০১৯ এর ডিসেম্বরে সম্পন্ন হলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এর সাথে ত্রিপুরার দূরত্ব অনেকটাই কমে যাবে৷ এই সেতুটি নির্মানের ফলে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বিজনেস হাব হয়ে উঠবে৷ তিনি বলেন, ত্রিপুরা ক্যুইন আনারসকে ইতিমধ্যেই রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে৷ ত্রিপুরাকে পরিবেশবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি ভারতের প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশে সেল ফোন তৈরি করা হয়, কিন্তু তার প্রয়োজনীয় পার্টসগুলি আমাদের দেশে তৈরি হয় না৷ এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে এই পার্টসগুলি যখন আমাদের দেশে তৈরি হবে তখন ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় নতুন সরকার গঠন হও?ার পর রাজ্যে ই-স্ট্যাম্পিং, ই-গেজেট, ই-টেন্ডারিং, ই-পিডিএস, ই-চৌপাল, স্বচ্ছ নিয়োগনীতি চালু করা হয়েছে৷ পাশাপাশি কমন সার্ভিস সেন্টার চালু করার উদ্যোগ নিচ্ছে বর্তমান রাজ্য সরকার৷ এছাড়াও ত্রিপুরায় আইটি ক্ষেত্রে হাইস্পিড ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷

অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান কে শিবান বলেন, বর্তমানে সারা দেশে প্রচুর সম্ভাবনাময় ছেলে মেয়ে রয়েছে৷ ইসরোর দায়িত্ব হচ্ছে এই সমস্ত সম্ভাবনাকে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে কাজে লাগানো৷ এ ধরনের স্পেস টেকনোলজি ইনকিউবেশন সেন্টার স্থাপনের ক্ষেত্রে গবেষণা কর্মসূচি এবং শিল্পক্ষেত্রের বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড. এ এস কিরণ কুমার, আগরতলা এন আই টি এর ডিরেক্টর এইচ কে শর্মা, আই ই এস এ-এর চেয়ারম্যান অনিল কুমার মুনিস্বামী৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসরোর সিবিপি ও ডিরেক্টর ড. পি ভি ভেঙ্কটাকৃষ্ণণ৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আই ই এস এ এ এর ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র চাড্ডা৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে স্মারক উপর  তুলে দেন ইসরোর চেয়ারম্যান ড. কে শিবান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *