BRAKING NEWS

পূর্বোত্তরে পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে সায় বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহনে চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে হাসিনা মন্ত্রিসভা৷ গ্যাট নীতিমালা মেনে পণ্য পরিবহনের জন্য ভারতের কাছ থেকে শুল্ক বা কর ছাড়াও বন্দর উন্নয়নের মাসুল এবং পরিবহন খরচ নেবে বাংলাদেশ৷ বাংলাদেশী ট্রাকে চট্টগ্রাম বা মংলা বন্দর থেকে উত্তর-পূর্বের রাজ্যের চারটি চেকপোস্ট পর্যন্ত পণ্য পরিবহন করা হবে৷ তাতে, ত্রিপুরা সহ পূর্বোত্তর দারুণভাবে উপকৃত হবে বলেই আশা করা হচ্ছে৷

পূর্বোত্তরের রাজ্যগুলি থেকে দেশের মূল ভূখন্ডে সড়কপথে যাতায়াত অনেকটাই সময়ের প্রয়োজন হচ্ছে৷ বাংলাদেশের বন্দর ও ভূখন্ড ব্যবহার করে এই অঞ্চলে পণ্য পরিবহনের জন্য দিল্লি দীর্ঘদিন ধরে দরবার করে আসছে৷ পণ্য পরিবহনে ভারতের সাথে চুক্তিতে সায় দিয়েছে বাংলাদেশ সরকার৷ তাতে নেপাল ও ভূটান তাদের দেশে পণ্য দিয়ে যাওয়ার এই সুযোগ নিতে পারে৷

জানা গেছে, আপাতত ৫ বছর চুক্তির মেয়াদ থাকছে৷ ৬ মাসের নোটিশে যে কোনও দেশ তা খারিজ করতে পারবে৷ বাংলাদেশের ট্রাকেই এই পণ্য পরিবহন করা হবে এবং ভারতের কাছ থেকে পরিবহন খরচ ছাড়া কর ও শুল্ক দেওয়া হবে৷ চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আগরতলা-আখাউড়া, ডাউকি-তামাবিল, সুতারকান্দি-শেওলা এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত পণ্য পাঠানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *