BRAKING NEWS

দামাসকাস বিমানবন্দরে ইজরায়েলি ক্ষেপণাস্ত্রের হামলা

জেরুসালেম, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দামাসকাস বিমানবন্দরের দিকে ধেয়ে আসা ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করল সিরিয়া। এমনই দাবি করেছে সে সিরিয়ার সরকার।
বিগত সাত বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে ইজরায়েল। বিগত কয়েক মাস ধরে সিরিয়ান গৃহযুদ্ধে হস্তক্ষেপ করছে ইজরায়েল। ইজরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছিল ইরান নিজেদের কয়েমি স্বার্থ বজায় রাখতে ইজরায়েলকে সাহা্য্য করে চলেছে। অবৈধ ভাবে সিরিয়ার হিজবুল্লার জঙ্গি সংগঠনগুলিকে যাবতীয় রসদ সরবরাহ করছে ইরান। সিরিয়াকে ট্রান্সজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করার জন্য ইরানকে হুমকি দিয়েছিল ইজরায়েল।
সূত্রে দাবি দামাসকাস বিমানবন্দরের বাইরে অবস্থিত সমরাস্ত্রের ভাণ্ডার লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। যদিও সিরিয়া নিজেদের এয়ার-ডিফেন্স প্রযুক্তি ব্যবহার করে সেই আক্রমণকে প্রতিহত করে ক্ষেণাস্ত্রটিকে ধ্বংস করে দেয়। শনিবার রাতের এই ঘটনায় কতজন নিহত এবং আহত বা ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *