BRAKING NEWS

রাজ্যভিত্তিক হাম-রুবেলা টিকাকরণ অভিযানের সূচনা

আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে হাম-রুবেলা টিকাকরণ অভিযানের সূচনা আজ থেকে শুরু হয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে হলিক্রস সুকলে রাজ্যভিত্তিক টিকাককরণ অভিযানের সূচনা হ য়৷ এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ উদ্বোধনী ভ াষণে তিনি বলেন, রাজ্যে আজ থেকে চার সপ্তাহব্যাপী অভি যানের মাধ্যমে হাম-রুবেলা ভাইরাসের বিরুদ্ধে শুরু  হচ্ছে যুদ্ধ৷ তিনি  এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ব াইরারে বিরুদ্ধে যুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে শামিল হ্যয়ার আহ্বান জানিয়ে বে নল, নবজাতক ও গর্ভবতী মায়েদের জন্য এই ভাইরাস খুবই মারাত্মক৷ তাই এর প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে  হবে৷ এই টিকাকরণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির ভ াষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর  বলেছেন, সব সমস্যার সমাধান হয় সুস্বাস্থ্য ও সুশিক্ষার দ্বারা৷ বামী ি ববেকানন্দ বলেছেন, সুস্থ দেহ ও সবল মস্তিষ্কই পারে একজন প্রকৃত মানুষ তৈরি করতে৷ এখন শিক্ষার অগ্রগতির সাথে সাথে মানুষের চেতনা বৃদ্ধি পেয়েছে৷ তিনি বলেন, প্রকৃতি সচেতনতাই একটা সুস্থ সবল জাতি গঠন করতে সক্ষম হয়৷ সেই সাথে সেই জাতির দেশ হয় সমৃদ্ধশালী৷

অনুষ্ঠানে হাম ও রুবেলা ভাইরাসের বিভিন্ন টিকার বিষয়ে আলোচনা করেন এন এইচ এম-র এম ডি ডা শৈলেশ কুমার যাদব, বিধায়ক সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক এবং সবাস্থ্য অধিকর্তা ডা জে কে দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন হলিক্রস সুকলের ফাদার ববি জন৷ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম জেলার সিএমও ডা মৌসুমী সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ১৫ বছরের নীচের বয়সী ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়৷ উল্লেখ্য আজ সকালে আগরতলা নন্দননগরস্থিত ডন বসকো সুকলের শিশু এবং বালক-বালিকাদেরও হ াম-রুবেলা ভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়, সারা রাজ্যে চার সপ্তাহে ১০ লক্ষ শিশু ও বালক বালিকাকে এই টিকা দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *