বনধের দিনে অফিসে অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ভারত বনধে যারা অফিসে অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ শুক্রবার সাধারণ প্রশাসন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ সেপ্ঢেম্বর ভারত বনধে যে সরকারি কর্মচারীরা অফিসে উপস্থিত হননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারীকদের এই সিদ্ধান্ত পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ ১৯৭৪ এবং ১৯৭৫ সালে সরকারি অফিসে অনুপস্থিত আন্দোলনকারী কর্মচারীদের শাস্তি মূলক ব্যবস্থা নিতে গিয়ে বেতন কেটে ছিলো সুখময় সেনগুপ্ত সরকার৷ এরপর বিগত কয়েক বছরে ধর্মঘট কিংবা আন্দোলনে অংশ নিতে গিয়ে অফিসে অনুপস্থিত থাকলে কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নজির নেই৷

গত ১০ সেপ্ঢেম্বর ভারত বনধে সমস্ত সরকারি অফিস খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকার কড়া নির্দেশ জারি করেছিল৷ কিন্তু, বনধের দিন অনেকেই অফিসে উপস্থিত ছিলেন না৷ তাতে রাজ্য সরকার অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করে৷ নির্দেশ জারি করা হয়েছিল, বনধের দিন দুপুর ১২টার মধ্যে সমস্ত অফিসের হাজিরা খাতার নথি মহাকরণে পৌছাতে হবে৷ তাতে রাজ্য সরকার অনুপস্থিত সরকারি কর্মচারীদের তালিকা সহজেই সংগ্রহ করে নেয়৷ সম্প্রতি পশ্চিম জেলা প্রশাসন নির্দেশ জারি করে জানিয়েছে, বনধের দিন যারা অনুপস্থিত ছিলেন তাদের একদিনের বেতন কাটা হবে৷ এও জানা গেছে, ওই দিন যারা অনুপস্থিত ছিলেন সেই সরকারি কর্মচারীদের সিএল কাটা হবে৷

শুক্রবার সাধারণ প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বনধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে৷ সমস্ত সরকারি অফিসের নিয়ন্ত্রক আধিকারীকদের বন্ধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বনধের দিন অনুপস্থিত থাকার কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ কারণ, বিগত বেশ কয়েক বছর ধরে বনধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি৷ তবে, ১৯৭৪ এবং ১৯৭৫ সালে কর্মচারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল তৎকালীন সরকার৷ সুখময় সেনগুপ্তের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে কর্মচারীরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিলেন৷ ১৯৭৪ সালে বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সরকারি কর্মচারীরা একদিনের প্রতিকি ধর্মঘট পালন করেছিলেন৷ ১৯৭৫ সালে দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারীরা ১৩ দিন লাগাতর ধর্মঘট পালন করেছিলেন৷  ওই সময়ে সরকারি কর্মচারীদের বেতন কেটেছিলো তৎকালীন সরকার৷ তার পর থেকে আর কখনই কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি৷ দীর্ঘ বছর বাদে বিজেপি – আইপিএফটি জোট সরকার গত ১০ সেপ্ঢেম্বর ভারত বনধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে চলেছে৷ স্বাভাবিক ভাবেই, কর্মচারী মহলে এই সিদ্ধান্তে ভয়ংকর প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *