BRAKING NEWS

শিক্ষক নিয়োগে আঠারো জন জাল সার্টিফিকেটধারী সনাক্ত ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক নিয়োগে জাল সার্টিফিকেটধারি ১৮ জন চিহ্ণিত হয়েছে৷ এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক নিয়োগে জাল সার্টিফিকেটের অভিযোগের ভিত্তিতে শিক্ষা দপ্তরের গৃহীত পদক্ষেপে ওই জাল সার্টিফিকেটধারীদের সনাক্ত করা হয়েছে৷

বিজেপি – আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর শিক্ষক নিয়োগে উদ্যোগ নেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক টিআরবিটি এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করে৷ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেটও ভেরিফিকেশন সম্পন্ন হয়৷ কিন্তু, পোস্টিং দেওয়ার আগেই জাল সার্টিফিকেটের অভিযোগ উঠে৷ শিক্ষা দপ্তরের পাশাপাশি সরাসরি শিক্ষামন্ত্রীর কাছেও জাল সার্টিফিকেটের অভিযোগ জমা পড়ে৷ তাতে নড়েচড়ে বসে শিক্ষা দপ্তর৷ বিশেষ করে মাইগ্রেশান ছাড়াই বিএড সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে এমন অভিযোগ জমা পড়ে শিক্ষা দপ্তরে৷ এ বিষয়ে শিক্ষা মন্ত্রী একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সমস্ত সার্টিফিকেট পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেন৷ সেই মোতাবেক সম্প্রতি শিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত আসল কাজগপত্র নিয়ে শিক্ষা দপ্তরে পূণরায় ভেরিফিকেশনের জন্য জানানো হয়৷ আর তাতেই জাল সার্টিফিকেট ধারিদের সনাক্ত করা হয়েছে৷ শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ১২ জন জাল সার্টিফিকেট ধারি ভেরিফিকেশনের সময় চিহ্ণিত হয়েছে৷ এছাড়া তিন জন নিজেদের নাম প্রত্যাহার করেছেন৷ ফলে, এখন ধারনা করা হচ্ছে শীঘ্রই এসজিটি এ এসটিপিজিটিতে যারা বাছাই হয়েছেন তাদের পোস্টিং দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *