BRAKING NEWS

কদমতলায় উদ্ধার হেরোইন, গ্রেপ্তার তিন, আটক দমকল কর্মীর বাইক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ সেপ্ঢেম্বর ৷৷ অসমের সীমান্তর্তী উত্তর ত্রিপুরায় ফের লক্ষাধিক টাকার ড্রাগস উদ্ধার করেছে প্রতিবেশী রাজ্যের পুলিশ৷ মটর বাইকে করে এইসব ড্রাগস পাচার করতে গিয়ে কদমতলা পুলিশের ফাঁদে ফেঁসে গেছে তিন নেশা কারবারি৷ ধৃতদের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা জনৈক অনুপ দেবের ছেলে মানিক চন্দ্র দেব, মানিক আলির ছেলে ফখরুল জমান এবং প্রেমতলার সানাই মিয়ার ছেলে বিলাল আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে৷

বৃহস্পতিবার বিকাল তিনেট নাগাদ এরা বড়গুল শিববাড়ি লাগোয় গোপন ডেরায় হেরোইনগুলো অন্য হাতে হস্তান্তরের জন্য আসছিল৷ তখনই সেখানে আগে থোক পাতা পুলিশের ফাঁদে পড়ে যায় তারা৷ আসলে এই পথে আজ ড্রাগস পাচার হবে  বলে পুলিশের কাছে আগাম তথ্য ছিল৷ সেই তথ্যের ভিত্তিতে  দুপুর থেকে ত্রিপুরা পুলিশের ডিআইজ ডি এস পি বিক্রমজিৎ শুক্ল দাস, কদমতলা থানার এস আই অজিত দেববর্মা সহ গোয়েন্দা পুলিশের একদল বড়গুল এলাকায় ওত পেতেছিলেন৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ কৌটা হেরোইন৷ এগুলোর বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে  বলে জানিয়েছে পুলিশ৷

ড্রাগ পাচারকারীদের হেপাজত থেকে দমকলকর্মীর মটরবাইক উদ্ধারকে কেন্দ্র করে পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ত্রিপুরায় ড্রাগস কারবারের সঙ্গে রাজ্য পুলিশের একাংশখ জড়িত বলে বহু দিনের অভিযোগ ছিল৷ আজকের ঘটনায় ওই অভিযোগ প্রমাণিত হ চ্ছে কিনা বলে জানতে চাইলে ডিআইভি ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস বলেন, ধৃতদের টানা জেরা করা হচ্ছে৷ এদিকে উত্তর ত্রিপুরা জেলা বিজেপি সম্পাদক কাজল দাস আজকের াফল্যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ডাক দিয়ে ত্রিপুরার মসনদ দখল করেছি৷ তাই আমরা প্রতিশ্রুতি পালনে ত্রুটি রাখব না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *