BRAKING NEWS

সেরেনাকে চূর্ণ করে ইউএস ওপেন জয় নাওমি ওসাকার

নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বর (হি.স.) : প্রথম জাপানী মহিলা হিসেবে ইউএস ওপেনে জিতলেন নাওমি ওসাকা। ফাইনালে ৬-২, ৬-৪ সেটে সেরেনা উইলিয়ামসকে চূর্ণ করে দিয়ে নজির তৈরি করলেন নাওমি ওসাকা।
টানটান উত্তেজনায় ভরা ছিল ইউএস ওপেনে এই ফাইনাল। এই ফাইনাল জিতলে ২৪ টা মেজর জয় হত বছর ৩৬-এর সেরেনার। কিন্তু জাপানী ক্ষিপ্রতা কাছে পর্যদুস্থ হতে হয় এই মার্কিন টেনিস তারকাকে। বছর ২০ নাওমির হাত ধরে মহিলাদের সিঙ্গেলস প্রথমবারের জন্য ইউএস ওপেন জিতল জাপান।
এদিন খেলা চলাকালীন ম্যাচের চেয়ার আম্পেয়ার কার্লোস রামোসের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন সেরেনা। তার ফলে খেলায় বিঘ্ন ঘটে। খেলায় নিয়ম ভঙ্গের জন্য সেরেনাকে সতর্ক করে চেয়ার আম্পেয়ার। এর জন্য সেরেনাকে পেনাল্টি করা হয়। তার জেরে পয়েন্ট কাটা যায় সেরেনার। তারপর ক্ষপ্ত সেরেনা কার্লোস রামোসকে উদ্দেশ্য করে বলেন, তুমি আমার পয়েন্ট চুরি করেছ। তুমি একজন চোর। মাত্র ৭৯ মিনিটে সেরেনার যাবতীয় প্রতিরোধ ভেঙে ম্যাচ জিতে যায় নাওমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *