BRAKING NEWS

সুদানের মাঝ নদীতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ছ’জন

জুবা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সুদানের মাঝ নদীতে ভেঙে পড়ে বিমানটি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ছ’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ সুদানের একটি নদীর উপর ভেঙে পড়ে বিমানটি।
জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় জুবা ইন্টারন্যাশানাল বিমানবন্দর থেকে চার্টাড বিমানটি আকাশে ওড়ে। বিমানে ২০জন যাত্রী ছিল। হঠাত করেই বিমানটির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই বিমানটির খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান, দেখা যায় স্থানীয় একটি নদীতে ভেঙে পড়েছে বিমানটি। এরপরেই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল। উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে। নদীতে যেহেতু বিমানটি ভেঙে পড়েছে সেহেতু মৃতদেহগুলি উদ্ধারে সমস্যা হচ্ছে বলেই দাবি উদ্ধারকারী দলের। তবে এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, কি কারণে বিমানটি ভাঙল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *