BRAKING NEWS

কাউন্টি ক্লাব এসেক্সে সুযোগ পেলেন মুরলি বিজয়

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জাতীয় দল থেকে বাদ পড়েও কাউন্টি ক্লাব এসেক্সে সুযোগ পেলেন ভারতীয় ক্রিকেটার মুরলি বিজয়। ২০১৮-১৯ বাকি মরশুমের জন্য ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাবের হয়ে খেলবেন ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান। ইংল্যান্ড সিরিজে প্রথম দুই টেস্টে চুড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এরপর তৃতীয় টেস্টে তাঁকে আর একাদশে রাকা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টে তাঁর পরিবর্তে উড়িয়ে নিয়ে যাওয়া হয় পৃথ্বী শ’কে।
এসেক্স কান্ট্রি কাউন্টি ক্লাবের তরফে শনিবার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। বিদেশি কোটায় বাকি মরশুমের জন্য অজি পেস বোলার পিটার সিডলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এসেক্সের তরফ থেকে জানানো হয়েছে, ‘চলতি মরশুমের শেষ অবধি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। পিটার সিডলের পরিবর্ত হিসেবে খুব শীঘ্রই দলের সঙ্গে যোগদান করবেন তিনি।’
সম্প্রতি ভারতীয় ‘এ’ দলের হয়ে এসেক্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন বিজয়। সেই ম্যাচের প্রথম ইনিংসে অর্ধশতরানও এসেছিল বিজয়ের ব্যাট থেকে। একমাস পর সেই এসেক্সেই তাঁর যোগদানের বিষয়ে উচ্ছ্বসিত দেশের হয়ে ৫৭ টেস্ট খেলা ব্যাটসম্যান। তাঁর কথায়, ‘একমাস আগেই দেশের হয়ে এসেক্সের মাঠে খেলে এসেছি। ক্লাবের সমর্থকদের বিষয়ে একটা ইতিবাচক ধারণা রয়েছে আমার। মাঠে নামার অপেক্ষায় রয়েছি এবং নতুন ক্লাবের হয়ে ম্যাচ জিততে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *