BRAKING NEWS

নেপালে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ ৭ জনের প্রাণহানির শঙ্কা

কাঠমাণ্ডু, ৮ সেপ্টেম্বর (হি.স.): নেপালের পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার| ‘অভিশপ্ত’ ওই চপারটিতে পাইলট-সহ ৭ জন যাত্রী ছিলেন| নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ভেঙে পড়ে হেলিকপ্টারটি| নেপাল পুলিশের তরফে জানানো হয়েছে, র্যাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটি| নুবাকোট এবং ধাদিং জেলার সীমান্তে শেষবারের জন্য দেখা গিয়েছিল চপারটিকে| পাইলট সহ ৭ জন যাত্রী এই মুহূর্তে কি অবস্থায় রয়েছেন, তা এখনই বলা সম্ভব নয়| প্রতিকূল আবহাওয়া সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে|
নেপাল পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ঘন জঙ্গলের মাঝে সত্যবতী এলাকায় শেষবারের জন্য দেখা গিয়েছিল চপারটিকে| নেপাল সিভিল এভিয়েশনের তরফে জানানো হয়েছে, যেই স্থানে চপারটি ভেঙে পড়েছে, তা ৫৫০০ অ্যালটিটিউড ফুটে| চপারে থাকা ৭ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *