BRAKING NEWS

৬.৭ রিখটার স্কেল ভূমিকম্পে কেপে উঠল জাপানের হোক্কাইডো দ্বীপ

টোকিও, ৬ সেপ্টেম্বর (হি.স.) : বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। এখন পর্যন্ত এই ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১২০। নিখোঁজ ৩২। বৃহস্পতিবার ভোররাত ৩টে ০৮মিনিট হোক্কাইডো দ্বীপের দক্ষিণে ভূমিকম্পনটি অনুভূত হয়। এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪০ কিলোমিটার(২৪ মাইল)। এপিসেন্টার ছিল টোমাকোমাই শহর। কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাপ্পোরো। সমস্ত পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।
ভয়াবহ এই ভূমিকম্পে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে চাপা পড়ে গিয়েছে একাধিক বাড়ি এবং রাস্তা। প্রায় তিন মিলিয়ন পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে হোক্কাইডো বিদ্যুৎ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভূমিকম্পের ফলে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোক্কাইডো দ্বীপের সাপ্পোরো শহর। এই ভূমিকম্পের আফটারশক ছিল ৫.৩। জাপানের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে এই কম্পনের ফলে সমুদ্রের জলস্তরে পরিবর্তন ঘটেছে। এই ভূমিকম্প প্রায় এক মিনিটস্থায়ী ছিল। জাপানের সেনাবাহিনী তরফ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ৪০০০ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী শিজো আবে জানিয়েছেন, দরকার পড়লে উদ্ধার কাজে নামানো হবে আরও ২৫০০০ বাড়তি সেনা। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এয়ারলিফটের মাধ্যমে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। উল্লেখনীয় হোক্কাইডো দ্বীপটি জাপানের উত্তরদিকে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *