BRAKING NEWS

পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডাঃ আরিফ আলভি

ইসলামাবাদ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পিটিআই নেতা ডাঃ আরিফ আলভি৷ তিনি ৪৩২টি ভোটের মধ্যে ২১২টি ভোট পেয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন৷

মঙ্গলবার সকাল থেকে গোপন ব্যলটে ভোটগ্রহণ চলে৷ প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আরিফ৷

এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও পাকিস্তানের সংবাদপত্রগুলি সূত্রে খবর আরিফই প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন৷ বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসেইনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর৷ এরপরই পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন শুরু করবেন ডাঃ আলভি।

তিনি ছাড়াও এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মৌলানা ফজলুর রেহমান, আইতাজ আহসান৷ মুসলিম লীগের (নওয়াজ) সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর পেয়েছেন ১৩১টি ভোট৷ অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী আইতাজ পেয়েছেন মাত্র ৮১টি ভোট৷ প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তানের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন কোনও নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী তিনি নন৷ তিনি গোটা দেশের মানুষের সেবায় নিয়োজিত৷ তেমনই পিটিআইয়ের প্রার্থী হিসেবে আলভি নির্বাচিত হলেও তিনি গোটা দেশের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন৷

দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আলভিও৷ তিনি বলেছেন দেশের দরিদ্র মানুষের হয়ে কাজ করবেন তিনি৷ দরিদ্রদের উন্নতি সাধনের চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি৷ এছাড়াও, দলের প্রধান ইমরান খানকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন আলভি৷ এত বড় দায়িত্ব দেওয়ার জন্য তিনি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *