BRAKING NEWS

ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের পেসার রুদ্র প্রতাপ সিং

লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটের পেসার রুদ্র প্রতাপ সিং। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন রুদ্র প্রতাপ সিং। এক আবেগঘন বার্তায় নিজের টুইটার অ্যাকাউন্টে অবসরের কথা জানালেন এই বাঁ হাতি পেসার।

গত ২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল আরপি সিংয়ের। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে প্রথম ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। জাতীয় দলে প্রথম সুযোগ পাওয়ার কথা বলতে গিয়ে আরপি টুইটারে জানান, ‘এটা আমার কাছে এমন একটা মুহূর্ত, যেটা আমি সারাজীবন যত্ন করে রাখতে চাই।’ বুটজোড়া তুলে রাখার দিনে বাঁ হাতি এই পেসারের স্মৃতিতে ফিরে এসেছে কেরিয়ারে তাঁর সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্তের কথা। ড্রেসিংরুমে তাঁদের সঙ্গে বহু মূল্যবান সময় কাটানো প্রসঙ্গে আর পি জানিয়েছেন, আজ বারবার করে পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছে, তাদের সকলকে ধন্যবাদ যারা এই কেরিয়ারকে সম্ভব করে তুলেছেন।’

খাতায় কলমে জার্নিটা ১৩ বছরের হলেও জাতীয় দলের জার্সি গায়ে আরপি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন সাত বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০০৫-১১ সময়কালের মধ্যে ১৪ টেস্ট, ৫৮ একদিনের ম্যাচ ও ১০ টি২০ ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে ৮২ আন্তর্জাতিক ম্যাচে ১২৪ টি উইকেট রয়েছে এই বাঁ হাতি পেসারের ঝুলিতে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন উত্তরপ্রদেশের এই বোলার। ওই বছরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ভারতের দুরন্ত টেস্ট জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা নিয়েছিলেন রুদ্র প্রতাপ সিং। আবেগঘন বার্তার শেষে আরপি লিখেছেন, ছোট্ট এক গ্রাম থেকে উঠে এসে ভাবিনি কখনো এমনভাবে বলার সুযোগ পাব। আমি আমার স্বপ্ন ছুঁতে পেরেছি, আর সেজন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার ফ্যানদের কাছে। নিন্দা হোক বা প্রশংসা আমার সঙ্গে সবসময় থাকার জন্য ওঁদের ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *