BRAKING NEWS

রাজ্যের ৯ লক্ষাধিক ছেলেমেয়েকে হাম ও রুবেলা টীকাকরণ অভিযান শুরু ১৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷  গোটা দেশকে হাম মুক্ত করা এবং রুবেলা নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

মঙ্গলবার আগরতলায় হাম ও রুবেলা টীকাকরণ সম্পর্কে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ নিজস্ব ছবি৷

সার্বজনীন টীকাকরণ কর্মসূচীতে হাম-রুবেলা টীকা চালু করার পদক্ষেপ নিয়েছে৷ এর মাধ্যমে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের মধ্যে প্রত্যেকটি শিশুকে পর্যায়ক্রমে এই টীকা দেওয়া হবে৷ হাম-রুবেলা টীকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে গোটা দেশের সাথে রাজ্যেও ১৫ সেপ্ঢেম্বর থেকে এই অভিযান শুরু হবে৷ তাতে সারা দেশে প্রায় ৪১ কোটি শিশুকে এই টীকাকরণের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে৷ এর মধ্যে রাজ্যে হাম-রুবেলা টীকাকরণের লক্ষ্যমাত্রা প্রায় ৯ লক্ষ ৫৬ হাজার৷ মঙ্গলবার আগরতলায় সুকান্ত একাডেমির অডিটরিয়ামে এই টীকাকরণ অভিযান সম্পর্কে  সাংবাদিকদের নিয়ে কর্মশালা ওই তথ্য জানানো হয়েছে৷

এদিন এই কর্মশালায় বিভিন্ন বক্তারা হাম এবং রুবেল টীকাকরণ অভিযান সম্পর্কে নানা দিক তুলে ধরেন৷ বর্তমান টীকাকরণ তালিকায় হাম প্রতিরোধের জন্য দুই ডোজ টীকা চালু রয়েছে৷ প্রথম ডোজ দেওয়া হচ্ছে শিশুর ৯-১২ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে শিশুর ১৬-২৪ মাস বয়সে৷ হামের এই দুই ডোজ টীকার পরিবর্তে হাম-রুবেলা একটি টীকা নিয়মিত টীকাকরণ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যা শিশুকে এই রোগ থেকে রক্ষা করবে৷ নিয়মিত টীকাকরণ তালিকায় রুবেলা ভ্যাকসিন একটি নতুন সংযোজন৷

এই রোগ সম্পর্কে জানানো হয়েছে, হাম একটি মারণরোগ যা ভাইরাসের মাধ্যমে ছড়ায়৷ হামের কারণে শিশুরা বিকলাঙ্গ হতে পারে এমনকি অসময়ে মৃত্যুও ঘটে৷ হাম সংক্রমিত ব্যক্তির কাশি এবং সর্দির মাধ্যমেও ছড়ায় এবং নিউমোনিয়া, ডায়ারিয়া এবং মস্তিষ্ক সংক্রমণের মত প্রাণনাশক সমস্যার সৃষ্টি করতে পারে৷

তেমনি রুবেলা একটি সংক্রামক রোগ যা ভাইরাস থেকে ছড়ায়৷ এই রোগের লক্ষণ হাম রোগের মতই হয়ে থাকে৷ এটি ছেলে অথবা মেয়ে উভয়কেই সংক্রামিত করতে পারে৷ যদি কোনও মহিা গর্ভাবস্থার প্রথম দিকে রুরবেলা দ্বারা সংক্রমিত হয় তাহলে কনজিনিটাল রুবেলা সিনড্রম হতে পারে যা ভ্রূণ এবং নবজাতকের জন্য মারাত্মক এমনকি প্রাণনাশকও হতে পারে৷ গর্ভাবস্থার প্রথম দিকে রুবেলা সংক্রমণে আক্রান্ত অ-সুরক্ষিত মায়েদের গর্ভজাত শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদী জন্মগত বিকৃতি যেমন চোখ(গ্লুকোমা, ছানি), কান (কানে না শোনা), মস্তিষ্ক (মাইক্রোসেফালি, মস্তিষ্ক বিকৃতি) এবং হৃদযন্ত্রের সমস্যায ভোগার বেশি সম্ভাবনা থাকে৷ রুবেলার কারণে গর্ভবতী মহিলাদের গর্ভপাত, গর্ভস্রাব এবং অপরিণত বা মৃত সন্তান প্রসবের মত ঘটনা ঘটতে পারে৷

ওই কর্মশালায় জানানো হয়েছে, হাম এবং রুবেলার মত মারাত্মক দুটি রোগের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে সমস্ত ছেলে-মেয়েদের হাহম-রুবেলা টীকা অবশ্যই দিতে হবে৷ এই অভিযানে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে, অঙ্গনওয়ারী কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে ছেলে-মেয়েদের টীকা বিনামূল্যে দেওয়া হবে৷ পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারী স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্রেও এই টীকা দেওয়া হবে৷ যদি কোনও ছেলেমেয়েকে আগেই ওই টীকা দেওয়া হয়ে থাকে তাহলেও তাকে পুণরায় দিতে হবে৷ স্বাস্থ্য দপ্তরের দাবি, হাম-রুবেলা টীকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ তাছাড়া, ওই টীকা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *