BRAKING NEWS

দিল্লি যাচ্ছে আইপিএফটি, লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে হবে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ দিল্লি যাচ্ছে আইপিএফটি৷ নির্বাচন কমিশনের সাথে দেখা করার পাশাপাশি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রীর সাথে দেখা করবেন দলের নেতৃবৃন্দরা৷ আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে তাঁরা বিজেপি শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করবেন৷ এদিকে, বৃহস্পতিবার খুকুলুঙে তিপ্রাল্যান্ড রাজ্য দিবস পালন করবে আইপিএফটি৷ এই খবর জানিয়েছেন দলের সহ-সভাপতি অনন্ত দেববর্মা৷
তাঁর কথায়, আগামী ২৭ আগস্ট দিল্লি যাবেন আইপিএফটি’র এক প্রতিনিধি দল৷ সেখানে মুখ্য নির্বাচনের কমিশনারের সাথে তাঁদের বৈঠকের সূচি রয়েছে৷ তাছাড়া আগামী ২৮ থেকে ৩০ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামের সাথে তাঁরা দেখা করবেন৷ তাঁদের দাবিদাওয়া নিয়ে সেখানে আলোচনা করবেন বলে অনন্ত দেববর্মা জানিয়েছেন৷
তাঁর বক্তব্য, পৃথক রাজ্যের দাবির প্রেক্ষিতে রাজ্যের জনজাতিদের আর্থ, সামাজিক, কৃষ্টি, সংসৃকতি এবং ভাষাগত উন্নয়নের জন্য মর্ডালিটির কমিটি গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে আলোচনা করবেন আইপিএফটি নেতৃবৃন্দ৷
এদিকে, আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়েও বিজেপি শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলবেন তাঁরা৷ অনন্ত দেববর্মার বক্তব্য, লোকসভা নির্বাচনে রাজ্যে একটি আসন উপজাতি সংরক্ষিত৷ সেক্ষেত্রে প্রার্থী নির্বাচন কিভাবে হবে, সে বিষয়ে বিজেপি কি ভাবছে তা জানতে চাওয়া হবে৷ তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজ্যে পূর্ব আসনে আইপিএফটি থেকে প্রার্থী দেওয়ার কোন সুযোগ রয়েছে কিনা, সেই প্রস্তাব বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে রাখা হবে৷
এদিন তিনি আরো জানিয়েছেন, বৃহস্পতিবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ প্রতিষ্ঠা দিবস৷ ওই দিনই তিপ্রাল্যান্ড রাজ্য দিবস পালন করবে আইপিএফটি৷ প্রতিবছরই এই দিবসটি পালন করে থাকে দল৷ এবছর মূল অনুষ্ঠানটি হবে খুমুলুঙে৷ সেখানে সাংসৃকতিক অনুষ্ঠান ও জনসভা অনুষ্ঠিত হবে৷ ওই অনুষ্ঠানে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মাও উপস্থিত থাকবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *