BRAKING NEWS

প্রয়াত ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বৃহস্পতিবার বিকেল ৫টা ০৫মিনিট নাগদ দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি, মূত্রনালীতে সংক্রমণে ভুগছিলেন । গত ১১ জুন শারীরিক অবস্থার অবনতির হওয়ার কারণে তাঁকে এইমসে ভর্তি করানো হয়। ৯ সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছিল। বিগত ৩৬ ঘন্টায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বিকেল ৫টা ০৫মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়া ট্যুইটবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, প্রাক্তন প্রধামন্ত্রী তথা ভারতীয় রাজনীতির মহান ব্যক্তিত্ব শ্রী অটল বাজপেয়ীর দেহাবসানের ফলে আমি গভীর ভাবে শোকাহত। বিচক্ষণ নেতৃত্ব, দূরদর্শিতা তথা অসাধারণ বাগ্মিতা ওনাকে এক বিরাট ও স্নেহময় ব্যক্তিত্ব প্রদান করেছে। তাঁর স্নেহময়তা ব্যক্তিত্ব আমাদের স্মৃতিতে থাকবে।
শোকে বিহ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটবার্তায় লেখেন, আমি নিস্তব্ধ হয়ে পড়েছি। শূন্যতার মধ্যে রয়েছে মন । মনের মধ্যে ভাবনার জোয়ার বইছে। আমাদের সবার শ্রদ্ধেয় অটলজি আর আমাদের মধ্যে নেই। নিজের জীবনের প্রতিটা মুহূর্ত তিনি রাষ্ট্রের জন্য সমর্পিত করেছিলেন। তাঁর মৃত্যুতে এক যুগের অবসান হল। অটলজি আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর প্রেরণা, পথপ্রদর্শন, প্রত্যেক ভারতীয় তথা বিজেপিকর্মীরা পাবে। ভগবান তাঁর আত্মার শান্তি কামনা করুক। ওম শান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *