BRAKING NEWS

হোটেলে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত এক, তদন্তে হরিয়ানা যাবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ আবারও মাদক-বিরোধী অভিযানে বিশেষ সাফল্য পেল রাজধানী পুলিশ৷ সোমবার গভীর রাতের অভিযানের পর রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা মঙ্গলবার নতুন করে তদন্তে নেমেছে৷ ব্রাউন সুগার কারবারিদের ধরতে বহিঃরাজ্যে পাড়ি দিতে পারে রাজ্য পুলিশের একটি বিশেষ দল৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে এসডিপিও অজয়কুমার দাস, আমতলি থানার ওসি প্রণব সেনগুপ্ত, এসআই আলাউদ্দিন মজুমদার এবং অভিজিৎ মণ্ডল শহরের জয়নগর এলাকায় একটি প্রতিষ্ঠিত হোটেলে ঝটিকা অভিযান চালান৷ পুলিশের দনুল প্রায় ১৪০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার কন্েরছে৷ যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা৷ অভিযানে ব্রাউন সুগার সহ এই পাচারকার্যের মূল পাণ্ডা হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা দেবাশিস শর্মাকে গ্রেফতার করা হয়েছে৷ জানা গেছে, জয়নগরের যে হোটেলে থেকে ব্রাউন সুগারের মূল পান্ডাকে পুলিশ গ্রেফতার করেছে সেখানে গোপন লেনদেন সংক্রান্ত বেশ কিছু অভিযোগ বিগত দিনে পেয়েছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, রাজধানীর বেশ কয়েকটি হোটেল রয়েছে বিশেষ করে যেখানে থাকার সুবিধা আছে, সেখানে থেকে এ সব নেশাকারবারিদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার খবর উঠে আসছে৷ এদিকে এডিনগর থানা সূত্রে  জানা গেছে, পুলিশি অভিযান চলতে থাকবে৷ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলিশের সদর দফতর সূত্রে মঙ্গলবার জানা গেছে, পুলিশের একটি টিম খুব শীঘ্রই হরিয়ানায় যাচ্ছে ধৃত পাচারকারী সম্বন্ধে তথ্য বের করতে৷ বর্তমানে ধৃত পাচারকারী দেবাশিস শর্মা এডিনগর থানায় আছে৷ অন্যদিকে এডিনগর থানা এবং আমতলি থানার পুলিশ নেশা-বিরোধী অভিযান জারি রেখেছে৷ অপর এক ঘটনায় মঙ্গলবার সকালে বাংলাদেশে পাচারের সময় মৎস্য দফতরের সরবরাহকৃত খাদ্য আটক করেছেন খোয়াইয়ের অফিসটিলা এলাকার জনসাধারণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *