BRAKING NEWS

সারা রাজ্যে সুকান্ত জন্মজয়ন্তী পালিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠ আমাদের অনুপ্রাণিত করে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ যথাযোগ্য মর্যাদায় আজ রাজ্যে উদযাপিত হয়েছে সুকান্ত জন্মজয়ন্তী৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরেরর উদ্যোগে রাজ্যভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে৷ এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এ বছর কবি সুকান্ত সম্মান ২০১৮প্রদান করা হয় অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজিত চক্রবর্তীকে৷ তাঁর হাতে স্মারক, মানপত্র ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড অরুনোদয় সাহা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, কবি সুকান্ত সম্মানপ্রাপ্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজিত চক্রবর্তী, মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ড গীতা দেবনাথ প্রমুখ৷ সভাপতিত্ব করেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অমিত শুক্লা৷ স্বাগত ভাষণ দেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন এন সি আর টির অধিকর্তা বিশ্বজিৎ গুপ্ত৷
উদ্বোধকের ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কবির জীবহন থেকে আমাদের শিক্ষা নিতে হবে৷ এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে৷ তিনি বলেন, সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে বিশিষ্ট বক্তাগণ আলোচনা করেছেন৷ তার থেকে কিছু শিখতে পারলে এবং শিক্ষার আগ্রহ তৈরি হলেই এই জাতীয় অনুষ্ঠানের সার্থকতা আসবে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কবি সুকান্ত ছিলেন শোষিত মানুষের কবি৷ ছিলেন মানবতার কবি, চির যৌবনের কবি৷ তার লেখনি এখনও সমভাবে প্রাসঙ্গিক৷ কবি ভোগবাদের বিরুদ্ধে যেমন লিখে গেছেন তেমনি মানবতার বোধেও শব্দ উচ্চারণ করে গেছেন৷ এই উপলব্ধি আমাদের সকলের জীবনবোধের মধ্যেও হওয়া চাই বলে শিক্ষামন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, সমাজে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের প্রতিবাদী কণ্ঠ আমাদের অনুপ্রাণিত করে৷ তিনি বলেন, দেশের মনীষীরা আমাদের যে দিশা দেখিয়ে গেছেন তাকে পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে৷ শিক্ষাক্ষেত্রে রাজ্যকে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গায় নিতে যেতে গুণগত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান৷
অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, কবি সুকান্ত বাংলার মন্বন্তর দেখেছিলেন৷ তাঁর মধ্যে ছিল প্রতিবাদী মন্বন্তর দেখেছিলেন৷ তাঁর মধ্যে ছিল প্রতিবাদী সত্ত্বা, রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সাম্যবাদী৷ ফলে তার থেকে অনেক বিপ্লবী কণ্ঠস্বর সুকান্তের কবিতায় বেরিয়ে এসেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *