পার্টি অফিস দখলে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷  কংগ্রেসের পার্টি অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে মলয়নগরে৷ এই সংঘর্ষ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ জানা গেছে, মলয়নগর একসময় কংগ্রেস প্রভাবিত এলাকা ছিল৷ কিন্তু রাজ্যের বিধানসবা নির্বাচনের আগে থেকে বিজেপির প্রভাব বাড়তে থাকায় কংগ্রেসের বড় অংশ বিজেপিতে চলে যান বামেদের ক্ষমতাচ্যুত করার লক্ষে৷ আর যথারীতি কংগ্রেসের দলীয় কার্যালয় বিজেপির পার্টি অফিসে পরিণত হয়৷ কিন্তু এখন মলয়নগরের দীর্ঘদিনের পুরনো কংগ্রেস পার্টি অফিস বিজেপি বলপূর্বক দখল করেছে বলে কংগ্রেসের অভিযোগ৷ কংগ্রেস পার্টি অফিস থেকে জানানো হয়েছে, বিজেপির কতিপয় কর্মী সমর্থক একপ্রকার বলপ্রয়োগ করে তাদের পার্টির অফিস দখল করে নিয়েছে৷ বাধা দেওয়ায় কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উপর আক্রমণ করেছে, তাদের মারধর করেছে বিজেপির কর্মী-সমর্থকরা, অভিযোগ কংগ্রেসের৷ এদিকে এ ঘটনায় সোমবার রাতে মলয়নগর এলাকায় দুই রাজনৈতিক দলের তুমুল রাজনৈতিক সংঘর্ষ হয়েছে৷ এতে মলয়নগরে সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে৷ এলাকায় চাঞ্চল্যও দেখা দিয়েছে৷ সংঘর্ষে নিমিষের মধ্যে এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়৷ গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটে৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে৷ বিক্ষিপ্তভাবে সংঘর্ষ মঙ্গলবারও অব্যাহত রয়েছে বলে জানা গেছে৷ তবে পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *