BRAKING NEWS

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পাঙ্ক ৫.১

টোকিও, ১৪ আগস্ট (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভূমিকম্প প্রবণ দেশ জাপান| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| জাপানের ভতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯.০৫ মিনিট নাগাদ ৫.১ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় পূর্বাঞ্চলীয় জাপানের চিবা প্রিফেকচার ও সংলগ্ন অঞ্চলে|

ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| যদিও, ৫.১ তীব্রতার ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল চিবা প্রিফেকচারে, ইসুমি থেকে ১৩ কিলোমিটার দূরে| প্রসঙ্গত, ভূমিকম্পে প্রবণ দেশ জাপানে মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *