BRAKING NEWS

সুকল ছাত্রের ওপর হামলার প্রতিবাদে ড্রপগেইটে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ বড়দোয়ালী সুকলের ছাত্র তমাল দাস আক্রান্ত হওয়ার প্রতিবাদে ড্রপগেট জাতীয় সড়ক অবরোধ করেছে

ড্রপগেইঠে রবিবার পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

বড়দোয়ালিসুকলের পড়ুয়ারা৷ অবরোধের পলে এই রাস্তার উভয়দিক দিয়ে যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটে৷ জানা গেছে, ছাত্র তমাল দাসের উপর যারা আক্রমণ করেছে তাদের গ্রেফতারের দাবিতে বড়দোয়ালি সুকলের পড়ুয়ারা রাস্তা অবরোধ করেছে৷ তাদের দাবি, অবিলম্বে তমালের উপর আক্রমণকারীকে গ্রেফতার করতে হবে এবং অভিযুক্তকে কঠোর শাস্তি দিতে হবে৷ আন্দোলনকারীরা জানিয়েছে, যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয় তা হলে তারা আন্দোলন চালিয়ে যাবে৷ উল্লেখ্য, রাজধানীর এডিনগরস্থিত পুলিশ লাইন সংলগ্ণ সরকারি আবাসনের সামনে ১৫ বছরের এক নাবালককে প্রচন্ড মারধর করেছিল স্থানীয় এক বখাটে যুবক৷ সরকারি আবাসনের সামনে থাকে মারধর করেছিল পুলিশের এসআই মনোরঞ্জন শুক্লদাসের ছেলে বলে পরিচিত তুষার শুক্লদাস নামের এক যুবক৷ আহত নাবালকের নাম তমাল দাস৷ তার বাড়ি পশ্চিম প্রতাপগড়ের কবিরাজটিলায়৷ সে এলাকার বাসিন্দা কমল দাসের ছেলে৷ অভিযোগ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়েছে৷ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ৷ এদিকে আক্রান্ত ছেলের পরিবারের লোকজন এসআই ছেলের বিরুদ্ধে এডিনগর থানায় একটি মামলা দায়ের করেছেন৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৬, ৫০৪ এবং ৩০৭ ধারায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *