লক্ষ্মীনারায়ন বাড়ি ও জুয়েলারি দোকানে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের জালে পাঁচজন ধরা পড়েছে৷ এখনও অভিযান চলছে৷ জানা গেছে, শনিবাার গভীর রাত থেকে এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে আগরতলা থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত অভিযান চালানো হয়৷ অভিযানে একে একে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা৷ অভিযান রবিবারও জারি রয়েছে৷ সদরের এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে পূর্ব থানার ওসি দেবাশিস সাহা, সেকেন্ড অফিসার সঞ্জীব লস্কর, পশ্চিম থানার আশুতোষ শর্মা এবং পূর্ব থানার তরুণ সাব ইন্সপেক্টর মুঙ্গেশ পাটারি ও পুলিশের বিশেষ দল ওই অভিযানে রয়েছেন৷ আগরতলা শহরের প্রতাপগড় থেকে শুরু হয় এই অভিযান৷ রাতে অভিযানে বেশ সাফল্য পায় পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতেই অভিযান শুুর হয়৷ সদরের এসডিপিও সুমন মজুমদার গোটা অপারেশনের নেতৃত্ব দেন৷
অভিযানে জাঁকির মিয়াঁ, শাহ আলম, রাজীব মিয়া, অসীম দাস এবং কৃষ্ণ দাস নামের চোরদের গ্রেফতার করা হয়েছে৷ লক্ষ্নীনারায়ণ বাড়িতে চুরিকান্ডের সঙ্গে জড়িত রয়েছে এই চোরেরা৷ তাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা এবং প্রায় দশভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ৷ উল্লেখ করা যেতে পারে, রাজধানী আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে চুরির ঘটনা ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *