কংগ্রেসের অন্তঃকলহ, নয়া মোড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট৷৷  ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মানিক দেব স্বাক্ষরিত বাপ্ঢু চক্রবর্তীকে বহিস্কারের নির্দেশকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করতে চলেছে এআইসিসি৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির বহু নেতা এ ধরনের বহিস্কারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ কংগ্রেস সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের কাজকর্ম এবং সভাপতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়েও এআইসিসিতে বিস্তর জল ঘোলা হয়েছে৷ বিশেষ করে বাপ্ঢু চক্রবর্তীকে বহিস্কার করতে গিয়ে এআইসিসি-র বক্রদৃষ্টির মুখে পড়তে চলেছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ কারণ বিগত বিধানসভা নির্বাচনে নির্বাচনী তবহিল নিয়ে বীরজিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন বাপ্ঢু চক্রবর্তী৷ তাঁর অভিযোগ, দলীয় প্রার্থীদের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হয়নি৷ প্রার্থীদের জন্য বরাদ্দ টাকা কোথায় গেছে তার খোজখবর নেওয়া দরকার৷ জানা গেছে, আমতলির কংগ্রেস ভবনের জুতের জায়গা দখলের পর প্রদেশ কংগ্রেসের নামে তৎকালীন বামফ্রন্ট সরকারের তরফ থেকে পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল৷ সেই চেক কোথায় গেল, সে প্রশ্ণ তুলেছেন বাপ্ঢু চক্রবর্তী৷ গোটা ঘটনাটি জানানো হয়েছে এআইসিসিতে৷ জানা গেছে, এআইসিসি-র তরফ থেকে শীঘ্রই বাপ্ঢুর বহিস্কার অবৈধ এবং বাপ্ঢু কংগ্রেসেই আছেন এমন একটি প্রেসবার্তাও দেওয়া হবে৷ কংগ্রেস সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে বাপ্ঢুকে’প্রার্থী করতে চলেছে এআইসিসি৷ খোদ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে৷ যদিও তিনি বর্তমানে ছত্তিশগড়ে দলীয় কর্মসূচিতে ব্যস্ত৷ জানা গেছে, দিল্লিতে তিনি ফিরে এলেই বাপ্ঢুকে সঙ্গে তাঁর কথা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *