BRAKING NEWS

দলীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখাবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগষ্ট৷৷ রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিরোধীদের উপর দমন পীড়ন চলছে বলে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস৷ সেই সাথে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে৷ আর এসবের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দায়ী করেছে কংগ্রেস৷ তাই আগামীদিনগুলিতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা হরেকৃষ্ণ ভৌমিক৷ তিনি আরও বলেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক৷ বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার উপর হালাহালিতে আক্রমণের চেষ্টা হয়েছে৷ এটি পূর্ব পরিকল্পিত বলে তিনি অভিযোগ করেছেন৷ তিনি বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে৷ জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে মানুষ হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন৷ বিরোধী কন্ঠকে রোধ করার চেষ্টা চলছে৷ এসবের বিরুদ্ধে গর্জে উঠার জন্য কংগ্রেস রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান রাখছে৷ বিরোধী দলগুলিকে জোট সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যও এদিন সাংবাদিক সম্মেলনে হরেকৃষ্ণ ভৌমিক আহ্বান জানিয়েছেন৷

এদিকে, সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা অভিযোগ করেছেন, রাজ্যে বিরোধী দলের পার্টি অফিসগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে অনৈতিকভাবে৷ নানা স্থানে হামলা হুজ্জুতি চালানো হচ্ছে৷ কংগ্রেসের নেতৃত্বদেরও নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷ রাজ্যের সাধারণ মানুষ এখন হতাশার মধ্যে রয়েছে৷ কাজের অভাব দেখা দিয়েছে৷ বিভিন্ন স্থান কাজ পাচ্ছেন না শ্রমিকরা৷ হাতে টাকা পয়সা নেই৷ পরিবার প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে রাজ্যের নতুন জোট সরকার কোন সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না৷ তাতে বেকার যুবক যুবতীরাও হতাশ হয়ে পড়েছেন বলে বীরজিৎ সিনহা মন্তব্য করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *