নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ আগষ্ট৷৷ রাজ্যে দুর্ঘটনার মাত্রা দিনের পর দিন বেড়েই চলছে৷ এক অংশের যুবক আর কিশোরদের জোশের বশবর্তী হয়ে বেপরোয়া যান চালানোর ফলে খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের এবং খোদ তাদের পরিবারের লোকজনদের৷ বৃহস্পতিবার সকালে খোয়াইয়ের বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়৷ মৃত যুবকের নাম মরণ মাহিষ্য দাস (১৬)৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি দ্রুতগতিতে ছিল৷ যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁুটিতে ধাক্কা মারে৷ এরফলে ঘটনাস্থলেই নিহত হয় বাইক চালক মরণ মাহিষ্য দাস৷ জানা গেছে, এ ঘটনায় নিকেশ শীল নামে অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ প্রথমাবস্থায় তাকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তার আঘাত গুরুতর বলে চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন৷ এর পর দ্রুত আহত নিকেশ শীলকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসকরা চলছে তার৷ এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খোয়াই থানার পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়৷ দুর্ঘটনাগ্রস্ত বাইককে থানায় নিয়ে আসে পুলিশ৷ জানা গেছে, বাইক আরোহী দু’জনের বাড়িই খোয়াইয়ের লালটিলা গ্রামে৷
-
Category
-
Braking News
- প্রতীক্ষার অবসান, নয়াদিল্লিতে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আমরা ভুলব না, এই আক্রমণের প্রতিশোধ নেওয়া হবে : সিআরপিএফ
- বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কিছু উন্নতি হলেও সংখ্যালঘু নির্যাতন অব্যাহত, দাবি ঐক্য পরিষদের
- স্টেইন ঝড়ে বেসামাল শ্রীলঙ্কা, চালকের আসনে প্রোটিয়ারা
- ‘সমকামী’ মন্তব্যের জেরে নিঃশর্ত ক্ষমা চাইলেন শ্যানন গ্যাব্রিয়েল
- অর্থমন্ত্রকের দায়িত্বে ফিরলেন অরুণ জেটলি, ধন্যবাদজ্ঞাপন পীযূষ গোয়েলকে
- পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনায় স্তম্ভিত ভারত অধিনায়ক বিরাট কোহলিও
- পুলওয়ামা জঙ্গি হামলা : কেন্দ্রের পাশে দাঁড়াল কংগ্রেস, ভারতীয় সেনার পাশে থাকার বার্তা রাহুল গান্ধীর
- জেইএম এবং মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাকিস্তানের কর্তব্য, পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে বক্তব্য সেনাপ্রধানের
- কৃষকদের বছরে ৬ হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত মন্ত্রিসভায়