মোতিহারিতে সেপটিক ট্যাঙ্কে পড়ে গেল শিশু, বাঁচাতে গিয়ে মৃত্যু পাঁচজনের

ওই শিশুটিকে বাঁচাতে ছুটে আসেন পাঁচজন| শিশুটিকে উদ্ধার করার সময় সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন পাঁচজনই| অসুস্থ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে তত্ক্ষণাত্ নিয়ে যাওয়া হয় নিকটবর্তী পিএইচসি হাসপাতালে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|