BRAKING NEWS

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ঃ পশ্চিম জেলায় ২৬ কোটি ৮৫ লক্ষ টাকা ঋণ প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ চলতি অর্থ বছরে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পশ্চিম জেলার ৮,৭৫০ জন কৃষককে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাগৃহে আয়োজিত পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভায় ফিনান্স ইন্সটিটিউশনাল এর পশ্চিম জেলা আধিকারিক এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, গত বছর বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭,৯৫৩ জন কৃষককে ঋণ দেওয়া হয়েছে৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী রোজগার যোজনায় ১৭১ জন এবং স্বাবলম্বন প্রকল্পে ৪৬১ জনকে ঋণ দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার প্রতিনিধি সভায় তিনি জানান, এই যোজনায় পশ্চিম ত্রিপুরা জেলায় এখন পর্যন্ত ৮২১ জনকে ২৬ কোটি ৮৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে৷
সভায় স্বচ্ছ ভারত মিশন-এর প্রতিনিধি জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় এখন পর্যন্ত ৭৭১৮ হয়েছে৷ তিনি জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় ২২৫ কোটি টাকা অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ গত জুন মাসে পর্যন্ত এই প্রকল্পের অর্থ সংগৃহীত হয়েছে ১৬০৮ কোটি টাকা৷ পরিসংখ্যান দফতরের পশ্চিম জেলা আধিকারিক জানান, ন্যাশন্যাল সেম্পল সার্ভের ৭৫ তম পর্যায়ের কাজ শেষ হয়েছে গত ৩০ জুন৷ ১ জুলাই থেকে ৭৬তম পর্যায়ে সার্ভে শুরু হয়েছে৷ এই পর্যায়ের প্রতি বাড়িতে পানীয়জল, শৌচালয়, স্বচ্ছতা, বসত ঘরের অবস্থা ও বিদ্যাঙ্গ ব্যক্তি আছেন কিনা সে সব বিষয়ে সার্ভে হবে৷ এ বছর ৩১ ডিসেম্বর এই সার্ভের কাজ শেষ হবে৷ এনইআরএলপি-এর প্রতিনিধি সভায় জানান, এখন পর্যন্ত পশ্চিম জেলার ৪,৭০৪ টি স্ব-সহায়ক দল ১৭৩ টি ফেডারেশনের আওতায় কাজ করছে৷
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পঞ্চায়েত আধিকারিক সভায় জানান, পঞ্চায়েত উন্নয়ন তহবিলের মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েতের উন্নয়ন কাজের জন্য চলতি অর্থ বছরে পশ্চিম জেলার পাঁচটি পঞ্চায়েত সমিতিকে প্রথম পর্যায়ে ২৭ লক্ষ ৭৮ হাজার ৬১০ টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর মধ্যে জিরানিয়া পঞ্চায়েত সমিতিকে ৩ লক্ষ ৭৩ হাজার ৭২৩ টাকা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতিকে ৪ লক্ষ ১৬ হাজার ৭৯২ টাকা, মোহনপুর পঞ্চায়েত সমিতিকে ৫ লক্ষ ৩৪ হাজার ৮৮২ টাকা, বামুটিয়া পঞ্চায়েত সমিতিকে ৫ লক্ষ ৫৫হাজার ৭২২ টাকা এবং ডুকলি পঞ্চায়েত সমিতিকে ৮ লক্ষ ৯৭ হাজার ৪৯১ টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সহ-সভাধিপতি মনমোহিনী দেবনাথ এবং কমিটির অন্যান্য সদস্য সদস্যাগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *