BRAKING NEWS

ক্রমশ চাপে ইমরান, দু’টি আসনে জয়ের বিজ্ঞপ্তিতে স্থগিত

ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.): ক্রমশ চাপে পড়ছেন ইমরান খান। গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে পাঁচটি আসনের  মধ্যে দু’টিতে তাঁর জয়ের বিজ্ঞপ্তি স্থগিত করে দিল পাকিস্তানের নির্বাচনকমিশন। আগামী ১৪ বা ১৫ আগস্ট পাকিস্তানের  পরবর্তী  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ দলের চেয়ারম্যানের। কমিশনের এই  পদক্ষেপ  তাঁর পরিকল্পনায় জল ঢেলেদিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা।

বাকি তিনটি কেন্দ্রেও ইমরান খানের নির্বাচিত হওয়া নিয়েও কিছুটা হলেও সংসয় আছে। কারণ এই কেন্দ্রগুলিতে প্রথমে ইমরান  জয়ী  ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করলেও পরে পিছিয়ে আসে কমিশন।নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায় ওই বিজ্ঞপ্তির  ওপর  কমিশন আপাতত স্থগিতাদেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই তিন কেন্দ্রেও ইমরানের জয়ী  হওয়ার বিজ্ঞপ্তি বাতিল  হতে পারে।

সোমবারই পিটিআইয়ের বৈঠকে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে  পাক  নির্বাচন  কমিশনের নির্দেশ ইমরান শিবিরের অস্বস্তি বাড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *