BRAKING NEWS

ক্রাইম ব্রাঞ্চের আইজি হতে চলেছেন আইপিএস রাজীব সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের ক্রাইম ব্রাঞ্চের আইজির দায়িত্ব নিতে চলেছেন আইপিএস রাজীব সিং। বর্তমানে তিনি সিবিআই’এ কর্মরত।

রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, খুব সম্ভব চলতি মাসেই রাজ্যে আসবেন রাজীব সিং। ক্রাইম ব্রাঞ্চের আইজি পদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তাঁর প্রবল। এ বিষয়ে শনিবার দিনভর পুলিশের প্রধান কার্যালয়ে জোর আলোচনা হয়েছে।

জানা গেছে, বর্তমানে রাজীব সিং সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পদে আসীন। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে এসে তিনি তাঁর নতুন দায়িত্ব সামলাবেন। ১৯৯৩ ব্যাচের আইপিএস রাজীব সিং এর আগে রাজ্যে আইজি আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে রীতিমতো পুলিশ মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন।রাজীব সিংকে নতুন সরকার রাজ্যে ফিরে আনাতে তৎপর ছিল বেশ কিছুদিন ধরে। জানা গেছে, ত্রিপুরা পুলিশের নবগঠিত ক্রাইম ব্রাঞ্চের দায়িত্বে বসিয়ে রাজীব সিংকে গুরুদায়িত্ব দিতে চাইছে রাজ্য সরকার। বর্তমানে সিবিআইতে কর্মরত রাজীব সিং নীরব মোদী কাণ্ডের তদন্তকার্য তদারকি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *