BRAKING NEWS

ওষুধ খেয়ে অসুস্থ মুম্বইয়ের বায়কুল্লা জেলের ৮২ মহিলা বন্দি

মুম্বই, ২০ জুলাই (হি.স.) : পুরসভার স্বাস্থ্য দফতরের দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন মুম্বইয়ের বায়কুল্লা জেলের ৮২ জন মহিলা বন্দি৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর৷ শুক্রবার বন্দিদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ জেল ইন্সপেক্টর রাজবর্ধন সিনহা জানান, অাগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বৃহস্পতিবার বন্দিদের কলেরার ওষুধ দেওয়া হয়৷ সেই ওষুধ খাওয়ার পরই তারা বমি করা শুরু করে৷ অনেকে পেট ব্যথায় কাতরাতে থাকে৷ শুক্রবার সকালে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৮২ জন মহিলা বন্দি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর৷ পুরসভা থেকে সেই ওষুধ দেওয়া হয়৷ ওই ওষুধ খাওয়ার পরই মহিলা বন্দিরা অসুস্থ হয়ে পড়েন৷ হাসপাতালে নিয়ে আসা হলে অনেকেই সুস্থ হয়ে উঠলেও বেশ কয়েকজন অবস্থা এখনও গুরুতর৷

বায়কুল্লা জেলে বর্তমানে ৩৯০ জন পুরুষ ও ২১০ জন মহিলা বন্দি আছে৷ তিন দিন আগে এক পুরুষ বন্দির কলেরা ধরা পড়ে৷ অন্যান্য বন্দিরা যাতে কলেরায় না ভোগে তাই বৃহন্মুম্বই পুরসভা থেকে কড়া মাত্রার ট্যাবলেট জেলে পাঠানো হয়৷ অভিযোগ সেই ট্যাবলেট খেয়েই মহিলা বন্দিরা অসুস্থ হয়ে পড়েন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *