/অন্ধ্রের প্রতি অবিচার করেছে বিজেপি, ২৪ জুলাই বনধের ডাক ওয়াই এস আর কংগ্রেসের

অন্ধ্রের প্রতি অবিচার করেছে বিজেপি, ২৪ জুলাই বনধের ডাক ওয়াই এস আর কংগ্রেসের

কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ), ২১ জুলাই (হি.স.): দাবি মূলত একটাই, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দিতে হবে| এ জন্য জাতীয় স্তরে যে কোনও দলকে সমর্থণ করতেই প্রস্তুত রয়েছে ওয়াই এস আর কংগ্রেস| এমনই দাবি করলেন ওয়াই এস আর কংগ্রেস প্রধান জগন মোহন রেড্ডি| অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় দলীয় সভায় বক্তব্য রাখার সময় জগন মোহন রেড্ডি বলেছেন, ‘আমাদের প্রধান দাবি হল অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা প্রদান| এ জন্য জাতীয় স্তরে যে কোনও দলকেই সমর্থণ করতে প্রস্তুত রয়েছি আমরা|’
ওয়াই এস আর প্রধান আরও দাবি করেছেন, ‘অন্ধ্রপ্রদেশের জনগণের প্রতি অবিচার করেছে ভারতীয় জনতা পার্টি| এরই প্রতিবাদে আগামী ২৪ জুলাই, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ বনধের ডাক দেওয়া হয়েছে|’ উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদানের জন্য সরব তেলুগু দেশম পার্টি (টিডিপি)-ও| কথা দিয়ে কথা রাখেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, অন্ধ্র প্রদেশকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার ‘প্রতিশ্রুতি’, প্রতিশ্রুতিতেই রয়ে গিয়েছে| এই মর্মে চলতি বছরের মার্চ মাসেই এনডিএ সঙ্গত্যাগ করেছেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু|