BRAKING NEWS

পুণেতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক ভবন, উদ্ধার ৮

পুণে, ২১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের পুণেতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বহুতল| ইট-কংক্রিটের ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যান অন্ততপক্ষে ন’জন| তাঁদের মধ্যে আটজনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে| প্রশাসনের আশঙ্কা, এখনও একটি শিশু ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে| জোর তত্পরতায় চলছে উদ্ধারকার্য, ঘটনাস্থলে রয়েছে পুলিশ| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভেঙে পড়ে বিল্ডিংটি প্রায় ৩০ বছরের পুরনো| ইতিমধ্যেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ওই ভবনটি ‘বিপজ্জনক’ তকমা দেওয়া হয়েছিল|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার পুণের মুন্ধওয়া এলাকায় কেশবনগরের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল| ইট-কংক্রিটের ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যান অন্ততপক্ষে ন’জন| জোর তত্পরতায় উদ্ধারকার্য চালিয়ে এখনও পর্যন্ত ন’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| উদ্ধারকারী দলের এক কর্তা জানিয়েছেন, এখনও একটি শিশু ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভেঙে পড়া ওই বহুতলটি প্রায় ৩০ বছরের পুরনো| বিপজ্জনক হওয়া সত্ত্বেও ওই ভবনে বেশ কয়েকজন বসবাস করতেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *