সোনিয়াজির-অঙ্ক খুবই দুর্বল, কটাক্ষের সুরে বার্তা অনন্ত কুমারের

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): বিরোধীদের অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে লোকসভায়| শুক্রবার দিনভর এ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে| লোকসভায় বিরোধীদের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় আত্মবিশ্বাসী স্বরে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছিলেন, ‘কে বলেছে আমাদের পক্ষে সংখ্যা নেই?’ সোনিয়া গান্ধীর এই মন্তব্যকেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার| বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, ‘সোনিয়া জির-অঙ্ক খুবই দুর্বল| ১৯৯৬ সালেও একইভাবে গণনা করেছিলেন তাঁরা| আমরা জানি সেই সময় কি হয়েছিল| তাঁদের গণনা আবারও ভুল হল|’
অনন্ত কুমারের বিশ্বাস লোকসভায় এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকাই জয়লাভ করবে| কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ‘সংসদের ভিতরে এবং সংসদের বাইরেও মোদী সরকারেরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে| অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধেই ভোট দেবে এনডিএ|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *