BRAKING NEWS

রাজ্যে এইমস’র মত হাসপাতাল গড়ে তুলতে জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বোধজংনগরস্থিত নৃপেন্দ্রনগর কলোনী এলাকা পরিদর্শন করেন৷ রাজ্যে এইমস-এর মত উন্নতমানের হাসপাতাল স্থাপন করার জন্য জমি সংক্রান্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখার জন্যই মুখ্যমন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শনের পর ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়য়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের মানুষকে জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য যাতে বহিঃরাজ্যে যেতে না হয়, রাজ্যের মধ্যেই যেন চিকিৎসা করাতে পারেন এই জন্যই সরকার রাজ্যে এইমস-এর মত উন্নয়ন হাসপাতাল গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে৷ তিনি বলেন, এজন্য কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারও রাজ্যের আবদনের পরিপ্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এইমস’র মত হাসপাতাল তৈরী করার জন্য ২০০ একর জমি প্রয়োজন এবং এই জমি বিমানবন্দরের কাছাকাছি হওয়া প্রয়োজন৷ সেই দিক থেকে নৃপেন্দ্রনগর কলোনী এলাকাটি এইমস’র মত হাসপাতাল গড়ার ক্ষেত্রে উপযুক্ত কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এখানে এইমস-এর মত উন্নতমানের হাসপাতাল গড়ে উঠলে রাজ্যের জনগণ জটিল রোগের চিকিৎসার সুযোগ পাবেন৷ পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল ও পাশ্বর্বতী বাংলাদেশের মানুষও এখানে এসে চিকিৎসার সুযোগ নিতে পারবেন৷ এতে সৃষ্টি হবে কর্মসংস্থান৷ তৈরী হবে দক্ষ ফ্যাকাল্টি৷ স্থানীয় লোকজনের জন্য ব্যবসার সুযোগ তৈরী হবে৷ তিনি বলেন, রাজ্যের মানুষকে যেন চিকিৎসার জন্য বহিঃরাজ্যে গিয়ে হয়রানির শিকার না হতে হয়, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার৷ এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক তথা সার্বিক দিক দিয়ে উন্নত হতে হলে নেশা মুক্ত হওয়া প্রয়োজন৷ তিনি বলেন, নেশামুক্ত ও ড্রাগস মুক্ত দেশই অর্থনৈতিক দিক থেকে উন্নত৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকেও নেশামুক্ত তথা ড্রাগসমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে৷ প্রচুর পরিমাণে গাঁজা ও অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে৷ সাধারণ মানুষও নেশা কারবারীদের পুলিশে ধরিয়ে দিচ্ছেন৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেশা ও ড্রাগস এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে৷ পরে মুখ্যমন্ত্রী আর কে নগরস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ফার্ম এলাকা পরিদর্শন করেন৷ উল্লেখ্য, মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন ও মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ডাঃ মিলিন্দ রামটেকে সহ অন্যান্য আধিকারিকগণও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *