BRAKING NEWS

গণতন্ত্রে, বিরোধীদের কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের চার বছর অতিক্রান্ত| আগামী বছরেই লোকসভা নির্বাচন| ক্ষমতায় আসার চার বছর পরে মোদী সরকারের বিরুদ্ধে প্রথম অনাস্থা প্রস্তাব গৃহীত হল লোকসভায়| তবে, অনাস্থা ভোট নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি| শুক্রবার দিনভর এ নিয়ে আলোচনা ও ভোটাভুটি হবে| তার আগে অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য, ‘গণতন্ত্রে, বিরোধীদের কণ্ঠস্বর অবশ্যই শুনতে হবে| প্রয়োজন হলে ভোটিংয়ের সময়, এমনকি আমরাও (শিবসেনা) বক্তব্য রাখব| ঊদ্ধব ঠাকরে যা নির্দেশ দিয়েছেন, আমরা তাই করবো|’
বিরোধীদের অনাস্থা প্রস্তাব গৃহীত হলেও, মোদী সরকার যথেষ্ট আত্মবিশ্বাসী| অনাস্থায় মোদী সরকারের পতনের সম্ভাবনা ক্ষীণ| এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে তেলুগু দেশম পার্টি| তাদের সঙ্গে বিরোধীদের সংখ্যা জুড়েও মোদী সরকারকে অস্বস্তিতে ফেলার কোনও সম্ভাবনা নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *