BRAKING NEWS

এয়ারসেল-মেক্সিস মামলায় পি চিদম্বরমের বিরুদ্ধে নতুন করে চার্জশিট পেশ সিবিআইয়ের

নয়াদিল্লি, ১৯ (হি.স.): এয়ারসেল-মেক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এবং ছেলে কার্তি চিদম্বরম সহ ১৮ জনের বিরুদ্ধে দিল্লি কোর্টে নতুন করে চার্জশিট পেশ করল সিবিআই।

সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পি চিদম্বরম ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড থেকে ছাড়পত্র পাইয়ে দেয় মেসাস গ্লোবাল কমিউনিকেশন হোল্ডিং সার্ভিস লিমিটেড-কে। তদন্তে নেম দুইটি আর্থিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে।

দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে এই মামলার পরবর্তী শুনানী হবে ৩১ জুলাই। ৭ আগস্ট পর্যন্ত জামিনে মুক্ত রয়েছে পি চিমম্বরম। এয়ারসেল-মেক্সিস কাণ্ডে প্রায় ৩৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে অন্যদিকে আইএনএক্স মিডিয়া মামলায় দুর্নীতির পরিমাণ ৩০৫ কোটি টাকা।

এই প্রসঙ্গে, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, এই চার্জশিটটি তৈরি করার জন্য সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমার বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগ আনা হয়েছে। মামলাটি এখন আদালতে বিচারাধীন। আমার বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে আমি সবলে লড়াই করব। এই বিষয়ে এখনই জনসমক্ষে কোনও মন্তব্য করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *