BRAKING NEWS

বৌদিকে খুন করে পলাতক দেবর গ্রেপ্তার কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ কৈলাসহরে রোশনা বেগম হত্যকান্ডের মূল অভিযুক্ত জসিম আহমদেকে গ্রেপ্তার করেছে ইরানি থানার পুলিশ৷ জানা গিয়েছে, কৈলাসহরের ইরানি থানার অধীন খাওরাবিল দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম আহমদেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ নিজের বৌদিকে খুন এবং বড়ভাইকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর আগে তার বিরুদ্ধে ইরানি থানায় ৪৫/১৮ নম্বর মামলা দাযের করা হয়৷ ভারতীয় দন্ডবিধির ৩০২, ১২০(বি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জসিম আহমেদ তার বৌদিকে যে খুন করেছে এ কথা স্বীকার করেছে৷ সে আরও জানায়, উত্তেজনার বশে সে তার দাদা ও বৌদিকে ছুরি দিয়ে আঘাত করেছিল৷ এতে সে খুবই অনুতন্ত এ কথাও নাকি বলেছে সে৷ তাই আদালত তাকে যে শাস্তি দেবে তা সে মাথা পেতে নেবে বলেও নাকি পুলিশকে বলেছে জসিম৷

উল্লেখ্য, রবিবার কৈলাসহরের ইরানি থানাধীন খাওরাবিল এলাকার স্থানীয় বাসিন্দা জসিম আহমেদ (৩২) তার বড় ভাইয়ের স্ত্রীকে খুন করে৷ মৃতা মহিলার নাম রোশনা বেগম (২৭)৷ রেশনার স্বামীর নাম আব্দুল মুকিম (৩২)৷ অভিযুক্ত জসিম আহমেদ তার বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করে৷ এতে গুরুতরভাবে আহত হন রোশনার স্বামী আব্দুল মুকিম৷ ছরির আঘাতে তার পেটে ৫৫টি সেলাই লেগেছে এবং তিনি চিকিৎসাধীন৷ জানা গিয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্ব মৃতা রোশনা বেগম পেশায় একজন আশা সুপারভাইজার ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *