BRAKING NEWS

বেফাঁস মন্তব্য অব্যাহত, বিজেপির বিরুদ্ধে আবারও বিস্ফোরক শশী

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জেরে ইতিমধ্যেই বেজায় অস্বস্তিতে পড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর| ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জেরে শশী থারুরকে সমন পাঠিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল আদালত| আগামী ১৪ আগস্ট ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার জন্য কংগ্রেস সাংসদ শশী থারুরকে সমন পাঠানো হয়েছে| এরপরও বিজেপি বিরোধিতায় বিস্ফোরক মন্তব্য অব্যাহত শশীর| এবার তাঁর প্রশ্ন, বিজেপি কি হিন্দুত্বের মধ্যে তালিবানি তত্ত্ব ঢোকাতে চাইছে| মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমে একটি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ‘ওরা আমায় পাকিস্তান চলে যেতে বলছে| আমি যে ওদের মতো হিন্দু নই, এদেশে বাস করার যোগ্য নেই, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওদের কে দিয়েছে? ওরা কি হিন্দুত্বে তালিবানকে ঢোকাতে চাইছে?’
সম্প্রতি বেফাঁস মন্তব্য করে শশী থারুর বলেছিলেন, লোকসভা ভোটে বিজেপি জিতলে এ দেশ ‘হিন্দু পাকিস্তান’-এ পরিণত হবে| শশীর এই মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছিল আগেই| ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জেরে সম্প্রতি শশী থারুরের অফিসে হামলা চালানো হয়| তিরুবনন্তপুরমে শশীর কার্যালয়ে ফ্লেক্স, পেস্টারে আলকাতরা লেপে দেওয়া হয়| এই পরিস্থিতিতে ৱুধবার সংসদ চত্বরে শশী থারুরকে নিজ মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হয়, উত্তরে সাংবাদিকদের শশী থারুর বলেছেন, ‘আমি নিজের মন্তব্য প্রত্যাহার করবো না| বরং যারা আমার অফিসে হামলা চালিয়েছিল তাঁদের উচিত আমার কাছে ক্ষমা চাওয়া|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *