বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে রাজ্যে, লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১৭ জুলাই৷৷ বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী৷ দিনে রাতে ঘন্টার পর ঘন্টা দফায় দফায় লোডশেডিং দেয়া হচ্ছে৷ দিনে প্রচন্ড গরমের মধ্যে লোডশেডিংয়ের ফলে নাজেহাল অবস্থা৷ তাছাড়া বিভিন্ন স্থানে পানীয় জল সরবরাহ সহ জরুরী ক্ষেত্রগুলিতে পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে৷ জানা গিয়েছে পালাটানা বিদ্যুৎ প্রকল্পে ট্রান্সফরমার বিকল হওয়ার ফলে প্রধানত এই সমস্যার সৃষ্টি হয়েছে৷ গোটা রাজ্যে বর্তমানে বিদ্যুতের ঘাটতি রয়েছে ১১০ মেগাওয়াটের মতো৷

সংবাদে প্রকাশ, দীর্ঘদিন পর রাজ্যে লোডশেডিংয়ের দাপাদাপি বেড়েছে৷ বিগত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের উৎপাতে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে৷ বিশেষ করে সন্ধ্যার পর থেকে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়৷ জানা গেছে পালাটানার তাপবিদ্যুৎ প্রকল্পের ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় রাজ্যে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে৷ ইতিমধ্যে ট্রান্সফরমার সারাইয়ের কাজ শুরু হয়েছে৷ বর্তমানে রাজ্যে বিদ্যুতের চাহিদা ২৭০ থেকে ২৮০ মেগাওয়াট৷ বাংলাদেশে পাঠানো হয় ১৮০ মেগাওয়াট৷ বর্তমানে ট্রান্সফরমার বিকল হওয়ায় পালাটানায় প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি৷ তাছাড়া সারা রাজ্যের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলিকে যোগ করলে দেখা যাচ্ছে প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে৷ এই ঘাটতি মেটাতেই লোডশেডিং করতে হচ্ছে বলে জানা গিয়েছে৷ তবে আগামী কয়েকদিনের মধ্যে ট্রান্সফরমার ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ নিগমের এক আধিকারীক৷

এদিকে, বেশ কিছু দিন ভালই বিদ্যুৎ পরিষেবা পেয়েছে চড়িলামবাসী এমনই দাবি৷ কিন্তু বর্তমানে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন ধরে ঘনঘন লোডশেডিং হচ্ছে চড়িলামে৷ যার ফলে জনগণ অতিষ্ট হয়ে গেছে৷ কিছু দিন ধরে গরমও পড়ছে প্রচন্ড৷ এই  গরমে পাখা না ঘুরলে রোগীদের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়৷ আগে লোডশেডিং হতো এক ঘন্টা বা তার বেশী৷ কিন্তু এখনকার লোডশেডিং দিয়ে ৪-৫ বার বা তারও বেশী৷ ভীষণ বিরক্তিকর অবস্থা৷ মানুষের অত্যাবশ্যকীয়ের মধ্যে বিদ্যুৎ এখন একটি৷ মানুষের জীবনের সাথে বিদ্যুৎ উতপ্রোতভাবে জড়িয়ে আছে৷ ঘনঘন লোডশেডিং ব্যবসায়ীরা কাজ করতে পারছে না৷ বিভিন্ন অফিস কাছারি, ব্যাঙ্ক লোডশেডিংয়ের ফলে কাজের ব্যাঘাত ঘটছে৷ জনগণ অফিসে গিয়ে ঘুরে আসছে৷ চড়িলামে দুপুর বেলা এবং সন্ধ্যার সময় বেশী বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে৷ এর ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা করতে অসুবিধে হচ্ছে৷ হারিকেন ব্যবহার করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের৷ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নির্বাচনি ক্ষেত্র চড়িলামে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ট চড়িলামবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *