BRAKING NEWS

বাদল অধিবেশন : রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন নতুন সাতজন সাংসদ

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): সংবিধানের অনুচ্ছেদ ৮০ অনুযায়ী, সমাজের বিভিন্ন পেশার চারজনকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি| চলতি মাসেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি মিলেছিল, অবশেষে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পা রাখলেন নতুন চারজন সদস্য| রাজ্যসভার সদস্য হিসেবে চারজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| মনোনীত চারজন হলেন যথাক্রমে, কৃষক নেতা হিসেবে পরিচিত রাম শাকাল, বিশিষ্ট লেখক রাকেশ সিনহা, নৃত্যশিল্পী সোনাল মানসিং এবং স্থাপত্যবিদ রঘুনাথ মহাপাত্র|
বুধবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন কৃষক নেতা রাম শাকাল, নৃত্যশিল্পী সোনাল মানসিং, বিশিষ্ট লেখক রাকেশ সিনহা এবং স্থাপত্যবিদ রঘুনাথ মহাপাত্র| রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়া চারজন নতুন সদস্যের মধ্যে লেখক রাকেশ সিনহা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র পরিচিত মুখ| তাঁর সঙ্গেই রাজ্যসভায় পা রাখলেন কৃষক নেতা হিসেবে পরিচিত রাম শাকাল, কৃষক নেতা রাম শাকাল এর আগে তিনবার উত্তর প্রদেশের রবার্টগঞ্জ কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন| এছাড়াও ওডিশার বাসিন্দা রঘুনাথ মহাপাত্র পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান প্রাপ্ত স্থাপত্যবিদ| নৃত্যশিল্পী সোনাল মানসিং দীর্ঘ ছয় দশক ধরে নাচের জগতে অত্যন্ত পরিচিত নাম| এদিন রাষ্ট্রপতির মনোনীত চারজন নতুন সদস্য ছাড়াও আরও তিনজন সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে শপথ নিয়েছেন| যথাক্রমে কেরল থেকে সিপিআই (এম) নেতা এবং সিটুর রাজ্য সাধারণ সম্পাদক ই করীম, সিপিআই-এর বিনয় এবং কেরল কংগ্রেসের (মণি) জোস কে মণি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *