BRAKING NEWS

পুনরায় সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত মহিলা মাওবাদী

রায়পুর, ১৮ জুলাই (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত এক মহিলা মাওবাদী| নিহত মহিলা মাওবাদীর নাম হল জারিনা| তার মাথার দাম ধার্য হয়েছিল ৫ লক্ষ টাকা| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং মাওবাদীদের সামগ্রী|
পুলিশ সুপার (এসপি) প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় রাজনন্দগাঁও জেলার মানপুর এলাকায়, কোন্ডাল পর্বত সংলগ্ন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় জেলা পুলিশ এবং ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি)| সকাল ৮.৩০ মিনিট নাগাদ মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই| অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত এক মহিলা মাওবাদী| বাকি মাওবাদীরা সুযোগ বুঝে পালিয়ে যায়| গুলির লড়াই থামতেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং মাওবাদীদের বিভিন্ন সামগ্রী| পুলিশ সুপার জানিয়েছেন, নিহত মহিলা মাওবাদী জারিনার বাড়ি ছত্তিশগড়ের বিজাপুর জেলায়| ২০০৫ সাল থেকে মাওবাদীদের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে| কুখ্যাত এই মহিলা মাওবাদীর মাথার দাম ধার্য করা হয়েছিল ৫ লক্ষ টাকা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *