BRAKING NEWS

অারও চার কুখ্যাত যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের সাজা

ঢাকা, ১৮ জুলাই (হি.স.) : চার কুখ্যাত যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশ। মুক্তিযুদ্ধে পাকিস্তানের হয়ে অমানবিক অত্যাচার চালানোর অপরাধে তাদের ফাঁসির সাজা দেয় ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল’। এনিয়ে বেশ কয়েকটি যুদ্ধপরাধের মামলায় রায় দিয়েছে ট্রাইবুনাল। মঙ্গলবার যুদ্ধাপরাধী আব্দুর নুর তালুকদার (৬২), মহম্মদ আনিস মিয়া (৭৬) ও মহম্মদ আবদুল মোসাব্বির মিয়ার ফাঁসির সাজা ঘোষণা করে আদালত। রায়দান করেন বিচারপতি মহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল। এদিনের রায়ে বিচারপতি সাফ বলেন, মৌলভীবাজার জেলার রাজনগর থানায় মাদ্রাসা শিক্ষক মহম্মদ আকমল আলি-সহ আসামিদের বিষয়ে আনা সমস্ত অভিযোগই প্রমাণিত হয়েছে।
২০১৬ সালের ৩০ মে এই মামলার শুনানি শুরু হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী রাজনগরের পাঁচগাও গ্রামে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৫৯ জনকে হত্যা করে। ওই গ্রামের ১৩২টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তার আগে লুটপাট চালানো হয় ১০২টি বাড়িতে। ওই গ্রামের বহু মহিলা সেদিন ধর্ষণের শিকার হন। এই সমস্ত অপরাধে পাক সেনার সাহায্য করে দোষীরা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে ২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের পর একর পর এক যুদ্ধপরাধীদের ফাঁসির সাজা দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *