BRAKING NEWS

সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও বিপদ, নিখোঁজ তিনটি ট্রলার সহ ১৯ জন মৎস্যজীবী

নামখানা, ১৭জুলাই (হি.স.): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও বিপদের মধ্যে পড়লেন মৎস্যজীবীরা। সোমবার বিকেলে জম্বু দ্বীপের কাছে উত্তাল ঢেউ এর মধ্যে পড়ে যান মৎস্যজীবীরা, তৎক্ষণাৎ তিনটি ট্রলার জলমগ্ন হয়ে যায়। ট্রলার জলে ডুবে যাওয়ার সময় বেশ কয়েকজন জলে ঝাঁপ দিয়ে সাঁতরে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও, তিনটি ট্রলারের এখনও প্রায় ১৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতি বারের মত এবারেও বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য অন্য ট্রলারের সঙ্গে পাড়ি দিয়েছিল এফ বি জয়কৃশান, এফ বি মলেশ্বর ও এফ বি শিবানী। কিন্তু, সোমবার বিকেলে প্রবল ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড ঢেউ এর কারণে তিনটি ট্রলারই জম্বু দ্বীপের কাছে জলমগ্ন হয়ে যায়। ট্রলার থেকে কয়েকজন মৎস্যজীবী লাফিয়ে প্রাণে বাঁচলেও এখনও তিনটি ট্রলার সহ মোট ১৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *