BRAKING NEWS

উপ মুখ্যমন্ত্রীর কাছে সুকান্ত হত্যা মামলার সিবিআই তদন্তের দাবী জানালেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ রাজ্য পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন প্রয়াত তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তীর স্ত্রী তনুশ্রী বড়ুয়া চক্রবর্তী৷ তিনি স্বামীর হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন৷  তাঁর মতে, ওই হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তের সংখ্যা আরো অনেক বেশি৷ কিন্তু, পুলিশ মাত্র কয়েকজনকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে৷ তাই তিনি পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করেন৷ সোমবার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা প্রয়াত সুকান্ত চক্রবর্তী বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে টিসিএস অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন৷ তখন প্রয়াত সুকান্ত চক্রবর্তীর স্ত্রী উপমুখ্যমন্ত্রীর কাছে স্বামীর হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি জানান৷

এদিন, সার্বিক তদারকির মাধ্যমে উন্নয়নমূলক কাজে আরও গতি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন উপ – মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার উপস্থিতিতে আজ সাব্রুম নগর পঞ্চায়েতের সভাকক্ষে দক্ষিণ জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিধায়ক শংকর রায় ও প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধণ এবং গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন৷ বৈঠকে দক্ষিণ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়৷ বিশেষ করে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, গ্রামীণ শৌচালায় নির্মাণ, রাস্তা, পানীয় জল ও সেচ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা, রেগা ইত্যাদি উন্নয়নমূলক কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করতে আধিকারিকদের নির্দেশ দেন উপ মুখ্যমন্ত্রী৷ আনারস ও বাঁশ চাষে আরও নজর দিতে বলা হয় বৈঠকে৷ স্ব-সহায়ক দলগুলিকে আরও সক্রিয় করতে নির্দেশ দেন উপ মুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা৷ বৈঠক শেষে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা কলাছড়ায় নিহত শিল্পী সুকান্ত চক্রবর্তীর মানিকভান্ডারস্থিত বাড়িতে গিয়ে আত্মীয় পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ত্রিপুরা টিসিএস অফিসারদের পক্ষ থেকে উপ মুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা ২০ হাজার টাকা প্রয়াত সুকান্ত চক্রবর্তীর স্ত্রী তনুশ্রী বড়ুয়া (চক্রবর্তী) এর হাতে তুলে দেন৷ ওই সময় প্রয়াতের স্ত্রী উপ মুখ্যমন্ত্রীর কাছে স্বামীর হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবী জানান৷ উপ মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোন প্রতিশ্রুতি দেননি৷ এদিকে, প্রয়াত সুকান্ত চক্রবর্তীর পরিবারের তরফে উপ মুখ্যমন্ত্রীর কাছে সরকারী চাকুরীর আবেদন জানায়৷ বিষয়টি বিবেচনা করা যায় কি না তা চিন্তা ভাবনা করা হবে বলে আশ্বাস দেন উপ মুখ্যমন্ত্রী৷

এদিকে, ভারত – বাংলাদেশ ফেনী সেতুর নির্মাণ কাজ এবং সাতচাঁদ ব্লক অফিস পরিদর্শন করেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *